মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১   ০১ জমাদিউস সানি ১৪৪৬

আমেরিকার গণমাধ্যমে বিদেশে বসে খালেদ সাক্ষাতকার নিতে পারলো না কেন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪৯ এএম, ১২ নভেম্বর ২০২৪ মঙ্গলবার

আব্দুন নূর তুষার, ফেইসবুক থেকে : সাদ্দাম খালেদ কে সাক্ষাতকার দিতে চায়! খালেদ তার সাক্ষাতকার নিতে চায়। এটা না হওয়াতে লীগ সমর্থকরা খুব খুশি। তারা প্রমাণ করতে পারছে গণমাধ‍্যমের স্বাধীনতা নাই।

একটা প্রশ্নের জবাব দেন। আমেরিকার গণমাধ্যমে বিদেশে বসে খালেদ সাক্ষাতকার নিতে পারলো না কেন? সে আসলে স্বেচ্ছায় এটা নেয় নাই। ট্রলের ভয়ে বা জনপ্রিয়তা হারানোর আশংকায় অথবা দেশের মানুষের অনুভূতিকে সম্মান করে। আমেরিকাতে বসে তার কাজ বন্ধ করার ক্ষমতা কি এই অন্তর্বর্তী সরকারের আছে? প্রশ্ন দুই।

সিপিগ‍্যাং এর জনক ভাইজানেরা বছরের পর বছর যে পকেটপালিত তেলসর্বস্ব প্লটভিক্ষাকারী সাংবাদিকগুলোকে পেলেছিলেন সেই লোকগুলো কই? এরা কেন সাদ্দামের সাক্ষাতকার নিচ্ছে না? মুরাদের ইন্টারভিউ করা নাহিদড্রেইনসরা কোথায়? এদের কাছে সাদ্দাম কেনো সাক্ষাৎকার দেয় না।?

এর কারণ হলো সাদ্দামও জানে তাদের গৃহপালিত সাংবাদিকদের বিন্দুমাত্র বিশ্বাসযোগ্যতা নাই। তাই খালেদের কাছেই ধর্না দেয়। হারুন কথা বলে কানাডায় যারা তাকে সারাদিন গাল দিতো তার সাথেই। এদের নিজেদের সাংবাদিকগুলো যে অপদার্থ সেটা এরা জানে। এদের কাছে সারাবছর কথা বললেও কেউ দেখবে না।

ছাগল দিয়ে হালচাষ করার পরিনতি এখন ভোগ করছে পতিত স্বৈরাচার।  আর নিজের রেখে যাওয়া অযোগ‍্য লোক আর দুঃশাসনের আবর্জনার গন্ধ পেয়ে অন‍্যকে গালাগাল করছে।