ম্যানহাটনে টোল আরোপ নিয়ে ট্রাম্প-হোকুল পাল্টাপাল্টি বক্তব্য
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:১৪ এএম, ১৬ নভেম্বর ২০২৪ শনিবার
সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের সমালোচনা করেন ম্যানহাটনের ব্যস্ত সড়কে ‘কনজেশন ট্যাক্স’ আরোপ করার পরিকল্পনার জন্য। এদিন বিকেলেই গভর্নর হোকুল নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন। ট্রাম্প গণমাধ্যমকে বলেন, নিউ ইয়র্কের নির্দিষ্ট কিছু অংশের মধ্য দিয়ে চলাচলকারী যানবাহনের জন্য ‘কনজেশন ট্যাক্স’ আরোপ করার পরিকল্পনা পশ্চাদমুখী পদক্ষেপ।
ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটিক গভর্নর দৈনিক ৯ ডলার টোলের প্রস্তাব করছেন। এতে মধ্যবিত্ত এবং শ্রমিক শ্রেণির মানুষের মধ্যে ১৫ ডলার ফি দেওয়ার আগের পরিকল্পনাটি বিধ্বস্ত হবার পর। তিনি বলেন, নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে এবং ‘মেক নিউইয়র্ক অ্যান্ড আমেরিকা গ্রেট এগেইন’-এ তাঁর সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। কিন্তু আমি নিউইয়র্কে কনজেশন ট্যাক্সের সিদ্ধান্তের সঙ্গে মোটেও একমত পোষণ করি না।
‘এটি কখনও কার্যকর হয়নি, তবে বিশেষত এমন কোন একটি শহর বা গ্রামের ক্ষেত্রে যা খুব কঠিন সময় থেকে ফিরে আসার চেষ্টা করছে, যা অবশ্যই নিউইয়র্ক শহর সম্পর্কে বলা যেতে পারে। এটি প্রতিদ্বন্দ্বী শহর ও রাজ্যের তুলনায় নিউ ইয়র্ক শহরকে অসুবিধায় ফেলবে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলি লাটে উঠবে।’