শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আসিফ নজরুলে ঘটনায় চাকুরী গেলো ২ অফিসারের

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:১৬ এএম, ১৬ নভেম্বর ২০২৪ শনিবার


 
সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ঘিরে ধরে হেনস্তা করার ঘটনায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে ‘স্ট্যান্ড রিলিজ’ করে ঢাকায়  ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ওই ঘটনার সঙ্গে মিশনে স্থানীয়ভাবে নিয়োগ পাওয়া এক কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জেনেভার আওয়ামী লীগ নেতারা বিমানবন্দরে তাঁকে হেনস্তা করলে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।
সাপ্তাহিক ব্রিফিংয়ে বৃহস্পতিবার এক প্রশ্নের জবাবে মুখপাত্র তৌফিক হাসান বলেন, সুইজারল্যান্ডের জেনেভা মিশনের বিষয়ে যেটি আপনারা জেনেছেন, এটি খুবই অনাকাঙ্খিত ও অপ্রত্যাশিত ঘটনা। যে কারণে অলরেডি অ্যাকশন নেয়া হয়েছে। এ ঘটনায় যারা জড়িত, আমাদের মিশনের একজন অফিসার এবং স্টাফ মেম্বার- তাদের বিরুদ্ধে ইতোমধ্যে পদক্ষেপ নেয়া হয়েছে। জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দেশে ফিরছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দূতাবাসের প্রটোকলে তিনি গাড়িতে করে জেনেভা বিমানবন্দরে পৌঁছান। গাড়ি থেকে নামার পর হঠাৎ একদল লোক তাকে ঘিরে ধরে হেনস্তা করে। তারা সেখানে আগে থেকেই অবস্থান করছিল আসিফ নজরুল সম্পর্কে তথ্য পেয়ে। বাইরের লোক তার বিমানের সময়সূচি কিভাবে জানতে পেরেছে তা নিয়ে প্রশ্ন জেগেছে। বিমানবন্দরে আসিফ নজরুলের সঙ্গে ছিলেন জেনেভা মিশনের শ্রম কাউন্সেলর কামরুল ইসলাম ও মিশনের স্থানীয়কর্মী হিসেবে নিয়োগপ্রাপ্ত মিজান। উপদেষ্টাকে ঘিরে ওই ব্যক্তিরা চড়াও হলেও তারা দু’জনই চুপ ছিলেন। দর্শকের মতো তারা দূরে দাঁড়িয়ে ছিলেন।
বিসিএস প্রশাসন ক্যাডারের ২৯ ব্যাচের কর্মকর্তা কামরুল ইসলাম ২০২১ সালে জেনেভা মিশনে যোগ দেন। উপ-সচিব পদমর্যাদার এই কর্মকর্তা আগে শেখ হাসিনা সরকারের প্রবাসীকল্যাণ সচিবের একান্ত সচিব ছিলেন। আসিফ নজরুলের বিমানের সূচি বাইরে ‘জানাজানি’ হওয়া এবং বিদেশে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন ঘটনা এড়াতে বিদেশি মিশনগুলোতে নির্দেশনা দেয়ার কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক বলেন, সবগুলো মিশনে আমরা নির্দেশনা পাঠিয়েছি।