শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মানিকগঞ্জ সমিতির জমকালো অভিষেক অনুষ্ঠিত

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১৭ এএম, ১৬ নভেম্বর ২০২৪ শনিবার

 

 
সকলের মধ্যে ঐক্য, ভালোবাসা, বন্ধুত্ব ও ভাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা ইনক্’র নবনির্বাচিত (২০২৫-২৫) কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে গত ১০ নভেম্বর রোববার রাতে। এ উপলক্ষে নিউইয়র্কের উডসাইডে গুলশান টেরেসে বর্ণাঢ্য ও জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সদস্য, তাদের পরিবার এবং কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান পরিণত হয় বাংলাদেশিদের মিলনমেলায়।

অনুষ্ঠানের শুরুতেই ৬১ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কমিটির সবাইকে শপথবাক্য পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার তৈয়বুর রহমান হারুন। পরে অতিথি ও নবনির্বাচিত কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করা হয়।

মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা ইনকের সভাপতি মো. জিকরুল আমিন জুয়েলের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য আহসান হাবিব। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদ মিয়া।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আজকাল সম্পাদক শাহনেওয়াজ। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রিয়েলটর ও কমিউনিটির পরিচিত মুখ নূরুল আজিম। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থেকে নতুন কমিটিকে শুভেচ্ছা জানান বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বর্তমান ও নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, নবনির্বাচিত সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, লায়ন আহসান হাবিব, শো’টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুর রশিদ বাবু, মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা ইনক্’র উপদেষ্টা মিয়া আব্দুস সালাম আজমসহ পরিষদের সদস্যবৃন্দ, প্রধান সমন্বয়কারী লুৎফুর রহমানসহ অনেকে।
অভিষেক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজ, আবু সুফিয়ান, বিন্দু কনা, অনিক রাজ, সজল রায়। শিল্পীদের সুরের মুর্ছনায় বিমোহিত হন দর্শক শ্রোতা।
অভিষেক উপলক্ষে কাশফুল নামে একটি তথ্যবহুল স্মরণিকা প্রকাশ করা হয়।

 
 
    


অভিষিক কর্মকর্তারা হলেন- সভাপতি মোহাম্মদ জিকরুল আমিন জুয়েল, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি নাজমা নাজনীন, সহ-সভাপতি যথাক্রমে মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতী, সাদ্দাম হোসেন দেলোয়ার, মো. আবু সুফিয়ান, সদানন্দ হালদার, মুক্তিযোদ্ধা কুব্বাত বিশ্বাস, মো. মোকসেদুর রহমান, মো. আব্দুল আজিজ, মো. আমজাদ হোসেন,  খন্দকার নূরুল ইসলাম বর্ণ, ইঞ্জিনিয়ার প্রকাশ রায়, নাসিরুল ইসলাম শাহীন, মো.চাতক হোসেন ও মো. লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান ও হাবিব শেখ, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর ইসলাম খান, অর্থ সম্পাদক মোঃ মোজাফফর হোসেন,যুগ্ম অর্থ  সম্পাদক মোঃ রুবেল হোসেন, প্রচার সম্পাদক ইব্রাহিম খান বাঁধন, যুগ্ম প্রচার সম্পাদক ইমরান জিহাদী, সাংস্কৃতিক সম্পাদক সজল রায়, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাগর হোসেন, আইন সম্পাদক শাম্মী আক্তার, ক্রীড়া সম্পাদক সজীব আহমেদ, যুগ্ম ক্রীড়া সম্পাদক জসিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক লিপি আক্তার, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক পলাশী সাহা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক রেদওয়ান জুয়েল, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ দিদার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক লিটন ঘোষ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নাজমুল হক, ইসলাম ধর্মবিষয়ক সম্পাদক অধ্যাপক দেওয়ান ওসমান গণি পলাশ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আল নোমান সুমন, সনাতন বিষয়ক সম্পাদক বাবুল সাহা, আপ্যায়ন সম্পাদক ফজলুর রহমান, যুগ্ম আপ্যায়ন সম্পাদক শাহীন রেজা, প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক  মোমরেজ খান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাকির আহমেদ, গবেষণা সম্পাদক মীর সাইফ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সাহিত্য সম্পাদক মুহাম্মদ রবিউল ইসলাম, উন্নয়ন সম্পাদক রেজাউল করিম, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক হাবীব উল্লাহ খান তুরাণ, প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান, সমন্বয়কারী খন্দকার এফ করিম এবং সদস্য অ্যাডভোকেট সামিউল করিম আলমগীর, মুহা. রফিকুল ইসলাম, শাহিদুর রহমান ছানা, মোহাম্মদ আলী, ফাহিম রহমান, জাহাঙ্গীর আলম, কামরুল খান, আবুল খায়ের, আবু মো. ইমদাদুল হক রেজাউল করিম ও শাহীন আজাদ।