শাকিব খান অভিনীত ‘দরদ’ মুক্তি পাচ্ছে আজ শুক্রবার
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২১ এএম, ১৬ নভেম্বর ২০২৪ শনিবার
আগামী শুক্রবার ১৫ই নভেম্বর নিউইয়র্ক, লস এঞ্জেলেস, সান ফ্রান্সিস্কো ,শিকাগো , বোস্টন, কানেক্টিকাট সহ বিশ্বব্যাপী শুভ মুক্তি হতে যাচ্ছে মেগাস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দরদ’।
শাকিব খান অভিনীত অপর জনপ্রিয় ছায়াছবি “তুফান” এর আকাশচুম্বী সাফল্যের পর বায়োস্কোপ ফিল্মস যুক্তরাষ্ট্র এবং কানাডায় ‘দরদ’ ছবির পরিবেশনার দায়িত্ব নিয়েছে । এ উপলক্ষ্যে বায়োস্কোপ ফিল্মস এর নওশাবা রশিদ এবং রাজ হামিদ বলেছেন ,‘দরদ’ বায়োস্কোপ ফিল্মস এর ৪৮ তম পরিবেশনা । আগামী ১৫ই নভেম্বর নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস সহ বেশ কয়েকটি মেজর মারকেটে “দরদ” মুক্তি পাবে, এবং পরবর্তী শুক্রবার ২২ নভেম্বর সারা দেশে মুক্তি পাবে । নিউইয়র্কের কিউ গারডেন সিনেমাস এবং হিক্সভিল-এর শোকেস ব্রডয়ে থিয়েটারে সপ্তাহ ব্যাপী চলবে ‘দরদ’ । এর সাফল্য নিয়ে আশাবাদ ব্যক্ত করে রাজ হামিদ বলেন,এটি আর্ন্তজাতিক মানের একটি চলচ্চিত্র। তুফান-এ যেমন মেগাস্টার শাকিব খানকে দর্শক লুফে নিয়েছেন, দরদেও শাকিব খানকে দর্শক বেশ কমপ্লেক্স চরিত্রে দেখবেন ।
দরদ-এ মেগাস্টার শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মুম্বাই নায়িকা সুনল চাওহান এবং কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার । ছবির পরিচালক অনন্য মামুন বলেন, ‘দরদ’ একটি প্যান ইন্ডিয়ান এবং বিশ্বব্যাপী এক যোগে চারটি মহাদেশে একই দিনে মুক্তিপ্রাপ্ত প্রথম বাংলাদেশের চলচ্চিত্র হতে যাচ্ছে । ইভেন্ট পার্টনার হিসেবে থাকছেন কনসার্ট আয়োজনে গ্যালাক্সি মিডিয়া । এর কর্ণধার বদরুদ্দোজা সাগর বলেছেন, দেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন প্রবাসিরা এখন বিনোদন খুজছেন । তার প্রমান - গ্যালাক্সি মিডিয়া আয়োজিত আর্টসেল এবং ওয়ারফেজ এর কনসার্টেে বিপুল দর্শক সমাগম । আমরা এবারও তেমনি দর্শক আগ্রহ দেখতে পাচ্ছি ।