শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্রে এবি পার্টির সমন্বয় কমিটি ঘোষণা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪০ এএম, ১৬ নভেম্বর ২০২৪ শনিবার


 
যুক্তরাষ্ট্রে ১১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করেছে বাংলাদেশের নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। ১১ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টার মিলনায়তনে নিউইয়র্কের বিশিষ্টজনদের সাথে মতবিনিময় শেষে এই সমন্বয় কমিটি ঘোষণা করেন দলটির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। এতে প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন প্রযুক্তিবিদ সায়েব খালিসদার, উপ-প্রধান সমন্বয়ক হিসেবে হয়েছেন সমাজকর্মী কামরুল ইসলাম। এছাড়া সমন্বয়ক হিসেবে রয়েছেন হয়েছেন উদ্যোক্তা হারুন আল রশিদ তানভীর।
ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন এম ইউ সাগর চৌধুরী, মোহাম্মাদ নাসির উদ্দিন নাসিম, মোহাম্মাদ তসলিম উদ্দিন, নওশাদ এইচ খান, কাজী সাকীন আনিকা, জয়নব সুলতানা, আলী ডোনার ও আনিসুর রহমান ভুঁইয়া।
মতবিনময় সভায় মজিবুর রহমান মঞ্জু বলেন, অতীতে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের শাসন ক্ষমতার পরিবর্তন হলেও রাজনৈতিক দলগুলোর অনীহা ও ঐতিহাসিক ভুলের কারণে অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়িত হয়নি। ফলে অধরা আকাক্সক্ষা বাস্তবায়নের প্রত্যাশায় আবারও রক্ত দিয়ে নতুন স্বপ্ন রচনা করেছে ছাত্র-জনতা। এবারের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে না পারলে ভবিষ্যতের পরিণতি আরও করুণ হতে পারে। পুরাতন সকল রাজনৈতিক দলকে নতুনদের আকাক্সক্ষা ও মনোভাব বুঝার এবং অনুধাবন করার আহ্বান জানান তিনি।
বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আশিক মাহমুদের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজ চিন্তক ও কলামিস্ট ডা. মিনা ফারাহ, সাংবাদিক তারিক সাইদ, সাংবাদিক মনজুরুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই সভাপতি প্রফেসর মো. সোলায়মান, বাংলাদেশী আমেরিকান এডভোকেসী গ্রুপের (বাগ) প্রেসিডেন্ট জয়নাল আবেদীন, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী,  সাংবাদিক আলামগীর হোসাইন, ব্যাবসায়ী মনির হোসাইন, মুক্তিযোদ্ধা কিরন,  শিক্ষার্থী ও জুলাই আন্দোলনে প্রবাসী ছাত্রছাত্রীদের সংগঠক আনিকা সাকীন ও তাসলীম উদ্দীন।