ক্রিস রাইটকে জ্বালানিমন্ত্রী করছেন ট্রাম্প
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:০২ এএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল ও গ্যাস শিল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস রাইটকে জ্বালানিমন্ত্রী করার ঘোষণা দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পক্ষে অবস্থানের কারণে পরিচিত তিনি।
শনিবার ক্রিস রাইটকে নতুন প্রশাসনে জ্বালানিমন্ত্রী করার কথা জানিয়েছেন ট্রাম্প। রোববার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানা গেছে।
লিবার্টি এনার্জি নামের ডেনভারভিত্তিক একটি তেলক্ষেত্র পরিষেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও ক্রিস। তেল-গ্যাসের সর্বোচ্চ উৎপাদনের পক্ষে ট্রাম্পের পরিকল্পনায় ক্রিস সমর্থন দেবেন বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে তিনি বিদ্যুতের উৎপাদন বাড়ানোর উপায় বের করতে ট্রাম্পের পরিকল্পনাকে এগিয়ে নেবেন বলে মনে করা হচ্ছে।
কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো এর চাহিদা ক্রমেই বাড়ছে। জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বব্যাপী সহযোগিতা উদ্যোগের বিরোধী ট্রাম্প। আর এই বিরোধিতায় ক্রিসকেও পাশে পাবেন তিনি। এমনকি জলবায়ু কর্মীদের ‘উদ্বেগজনক’ বলেও অভিহিত করেছেন ট্রাম্প।
গত বছর লিংকডইনে পোস্ট করা একটি ভিডিওতে রাইট বলেছিলেন, জলবায়ু সংকট বলে কিছু নেই। জ্বালানি ব্যবহারের রূপান্তরের মধ্যে আমরা থাকছি না।
জ্বালানিমন্ত্রী হতে এখন মার্কিন সিনেটের অনুমোদনের অপেক্ষা ক্রিস রাইটের। অনুমোদন পেলে রাইট জেনিফার গ্রানহোমের স্থলাভিষিক্ত হবেন। বৈদ্যুতিক যানবাহনের পক্ষে অবস্থান জেনিফারের।
এ ছাড়া জিওথার্মাল শক্তি ও কার্বনমুক্ত বাতাস এবং সৌর ও পারমাণবিক শক্তির সমর্থক তিনি। অপরদিকে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পক্ষে ক্রিস রাইট। দারিদ্র্য থেকে মানুষকে উত্তোরণের জন্য আরও জীবাশ্ম জ্বালানি উত্তোলনের প্রয়োজনীয়তার বিষয়ে জোর দিয়ে আসছেন তিনি।