সোসাইটির নতুন নেতৃত্বকে সংবর্ধনা কুমিল্লা সমিতির
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:১৮ এএম, ২৩ নভেম্বর ২০২৪ শনিবার
বাংলাদেশ সোসাইটির নেতৃত্বে আসা ‘সেলিম-আলী’ পরিষদকে নিউইয়র্কে সংবর্ধনা জানিয়েছে বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র। গত ১৮ নভেম্ববর জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে সোসাইটির নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ প্যানেলের সবাইকে ফুলের সংবর্ধনা দেয়া হয়।
বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিক পাটওয়ারী ও সহ-সভাপতি মামুন নিয়াজির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেলিম আলী পরিষদের আহবায়ক ও বিশিষ্ট ব্যাবসায়ী শাহ নেওয়াজ, যুগ্ম আহবায়ক কাজী আজম, ফারুক হোসেন মজুমদার, সিরাজ উদ্দিন সোহাগ, ইউনুস সরকার, ঢাকা জেলা সভাপতি দুলাল বেহুদু, সাধারণ সম্পাদক স্বপন, রূপসী চাদপুরের সাবেক সভাপতি খান জাকির। সেলিম-আলী প্যানেলের সব সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্যানেলের সদস্যরা সোসাইটির সব প্রবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোসাইটিকে একটি ভালো সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সোসাইটিকে সকল প্রবাসী সংগঠন হিসেবে গড়ে তুলতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। তারা বলেন, সোসাইটির চলমান কর্মকান্ড অব্যাহত রাখার পাশাপাশি ঘোষিত ইশতেহার অনুযায়ী সময়োপযোগী কর্মসূচীর মাধ্যমে সোসাইটিকে আরো শক্তিশালী করা হবে। তারা সোসাইটির বৃহত্তর স্বার্থে মামলাবাজ ও দূর্নীতিবাজদের বিরুদ্ধে প্রবাসীদেরকে সোচ্চার হওয়ার আহবান জানান।