সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাধীনতার ৪৭ বছর পর নারায়ণগঞ্জবাসীর দাবি পূরণ

নিজস্ব প্রতিবেদক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কোন এমপি মন্ত্রিত্বের স্বাদ পাননি। আওয়ামীলীগ এই নিয়ে পাঁচ বার ক্ষমতায়। টানা তৃতীয়বারের মতো দলটি ক্ষমতায় আসাতে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ছিলো মন্ত্রিসভায় নারায়ণগঞ্জের কাউকে চাই। দীর্ঘদিন পর নারায়ণঞ্জ জেলা থেকে পূর্ণমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নব-নির্বাচিত এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। বস্ত্র ও পাট মন্ত্রাণলায়ের দায়িত্ব পেয়েছেন গোলাম দস্তগীর গাজী। আগামীকাল সোমবার শপথ নেবেন তিনি। স্বাধীনতার ৪৭ বছর পর মন্ত্রী পাওয়াতে আনন্দিত নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।

রবিবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদের একটি তালিকা প্রকাশ করেন। এ তালিকা অনুযায়ী নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নব-নির্বাচিত এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন।

ঘোষণার পর থেকেই আনন্দিত নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন ভাবে নেতাকর্মীরা সকলেই অভিনন্দন জানাচ্ছেন নতুন এই মন্ত্রীকে। এ বিষয়ে মুঠোফোনে জেলা, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সঙ্গে যোগাযোগ করলে তারাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, ‘আমি খবর পাবার সাথে সাথেই নতুন মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছি। নারায়ণগঞ্জের কেউ মন্ত্রিত্বের স্বাদ পেলো তাও আবার আমার এলাকার এমপি, খুশি তো হবোই। এটা নারায়ণগঞ্জের জন্য খুশির সংবাদ।’

আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু গোলাম দস্তগীর গাজীকে অভিনন্দন জানিয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা আনন্দিত ও খুশি। স্বাধীনতার পর নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কোন মন্ত্রী আসে নাই। এবার আমাদের বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজীকে মন্ত্রী করাতে আমরা নারায়ণগঞ্জবাসী আনন্দিত। আমরা জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘গাজী সাহেব মন্ত্রিত্ব পেয়েছেন এটা আমাদের জন্য খুশির সংবাদ। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ইতিহাসে এটা গর্বের বিষয়।’

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেন, ‘গাজী সাহেবের মন্ত্রিত্ব পাওয়ায় মহানগর আওয়ামী লীগ সকলেই আনন্দিত। আমি মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।’

মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা বলেন, ‘আমি ইতিমধ্যে তাকে অভিনন্দন জানিয়েছি। গোলাম দস্তগীর গাজী একজন ভালো মানুষ। তার মন্ত্রিত্ব পাওয়ায় আমি ব্যক্তিগতভাবেও অনেক খুশি। ভালো লাগছে দীর্ঘদিন পর নারায়ণগঞ্জ থেকে কেউ পূর্ণ মন্ত্রীর পদ পেয়েছেন।’

মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, ‘গাজী সাহেবের মন্ত্রিত্বের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের চাওয়া পূরণ হয়েছে। তার মন্ত্রিত্ব পাওয়ার আমরা সহ সকল নারায়ণগঞ্জবাসী খুবই আনন্দিত। এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমি মহানগর যুবলীগের পক্ষ থেকে বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী সাহেবকে অভিনন্দন জানাই।’

প্রসঙ্গত, সোমবার (৭ জানুয়ারি) নতুন মন্ত্রিসভার ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী শপথ নিতে যাচ্ছেন। তাদের সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রি হিসেবে শপথ নিবেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নব-নির্বাচিত এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।