রমজানে আরটিভি’র আলোকিত কোরআন প্রতিযোগিতা
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৪৩ এএম, ২৩ নভেম্বর ২০২৪ শনিবার

প্রথম সিজনের সাফল্যের ধারাবাহিকতায় আয়োজিত হতে যাচ্ছে নর্থ আমেরিকায় বসবাসরতদের নিয়ে আয়োজিত পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ‘আরটিভি আলোকিত কোরআন ইউএসএ’ সিজন-২। পবিত্র রমজান মাস জুড়ে ইফতারের পূর্বে মোট ২৭ টি পর্বে জনপ্রিয় চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে এই প্রতিযোগিতা। রিয়েলিটি শোটি আয়োজনে রয়েছে প্রিয়ন্তি ইউএসএ ইনকরপোরেশন এবং ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে মেডসিস ম্যানেজমেন্ট।
বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মতো প্রবাসী বাঙ্গালী মুসলিমদের মাঝেও পবিত্র কোরআন নিয়ে রয়েছে এক অকৃত্রিম অনুভূতি। তাদের সে কোরআন চর্চা ও তেলাওয়াতকে আরো প্রচার-প্রসারের লক্ষ্যে ‘সুন্দর জীবনের জন্য কোরআন’ এই শিরোনামে গত বছর প্রথমবারের আয়োজিত হয়েছিল ‘আরটিভি আলোকিত কোরআন ইউএসএ-২০২৪’।
প্রথম সিজনের সাফল্যের পর দ্বিতীয়বারের মতো আয়োজনের ঘোষণা দিতে গত ১৯ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্কে আবদুল্লাহ বেংকোয়েট হলে মিট এন্ড গ্রিট অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, প্রিয়ন্তী ইউএসএ ইনকর্পোরেশনের সিইও মনোয়ার হোসেন পাঠান, মেডসিজ ম্যানেজম্যান্টের চেয়ারম্যান মোহাম্মদ হাসান, আলোকিত কোরাআন ইউএসএ সিজন-২-এর টাইটেল স্পন্সর গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহ্ নেওয়াজ। অতিথিদের মধ্যে ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ফাহাদ সোলায়মান, আহসান হাবিব, মিজবাহ আবদিন, মাওলানা আবদুল মুকিত, আলমগীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী সামসুল আবদিন, রোহিন মিয়া, আবদুল্লা আল আহাদ, বিশিস্ট সাংবাদিক মনির হায়দার, বেলাল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয় উত্তর আমেরিকায় বসবাসরত মুসলিম কমিউনিটির যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন চলবে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।