শনিবার   ১৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ৫ ১৪৩২   ২০ শাওয়াল ১৪৪৬

নিউইয়র্কে বাঙালি সংস্কৃতির দেশি নাইট

আজকাল ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৪৮ এএম, ২৩ নভেম্বর ২০২৪ শনিবার

 


বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি, পোশাক আর নানা আয়োজনের মেতে ওঠে তরুণ-তরুণীরা। নিউইয়র্কে বাংলাদেশীদের জন্য দেশি নাইটস ২.০ নামে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়।গত ১৫ নভেম্বর (শুক্রবার) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকায় এমন আয়োজন চলে সন্ধ্যা  ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত। সন্ধ্যার পর থেকেই ধাপে ধাপে চলে নানা আয়োজন পর্ব। কখনো জমজমাট লাইভ গান আবার কখনও ডিজের তালে নাচের সুযোগ। ট্রেডিশনাল বাঙালি পোশাক পড়ে মুহূর্তের মধ্যেই সবাই যেন হারিয়ে গেছে বাঙালি সংস্কৃতিতে। নাচ-গান আর সকলের মিলনমেলার দৃশ্যের দেখা মেলে এখানে।
নিউইয়র্কে বাঙালি এমন দেশি নাইটের আয়োজকরা হলেন আরমান বিশ্বাস, তাসমিয়া কায়েনাত, সৈয়দা জারিন, কাশফিয়া ফেরদৌস, অয়ন সরদার ও আশাতা মঞ্জু। তারা বলেন, দেশি নাইটস এনওয়াইসি টিমের উদ্দেশ্য হচ্ছে নিউইয়র্ক সিটির শিক্ষার্থীদের সাথে ভালবাসা, যতœ এবং সম্মানের সাথে দক্ষিণ এশীয় সংস্কৃতি উদযাপন করা। এছাড়া দেশী ছাত্রদের তাদের শিকড়ের সাথে সংযোগ করতে সাহায্য করা।
অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করেন ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান এম আজিজ এবং ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এটর্নী মঈন চৌধুরী।
ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী বলেন, আমেরিকার বিভিন্ন জায়গায় মাঝেমধ্যেই দেশি নাইটের মতো আয়োজন গুরুত্বপূর্ণ। প্রবাসে নতুন প্রজন্মের কাছে দেশিও সংস্কৃতি বিকাশ প্রয়োজন ,সকলের সাথে থাকতে পেরে ভালো লাগছে। আগামীতেও এমন কর্মকান্ডে নিয়মিত পাশে থাকার ইচ্ছা প্রকাশ করছি। ( প্রেসবিজ্ঞপ্তি)