গাজী মন্ত্রিত্ব পাওয়ায় রূপগঞ্জে উচ্ছ্বাস
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০১ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তাকে নতুন সরকারের মন্ত্রিসভায় বস্ত্র ও পাট মন্ত্রি করা হয়েছে। গোলাম দস্তগীর গাজীর মন্ত্রিত্ব পাওয়াতে রূপগঞ্জ উপজেলায় উচ্ছ্বাস বয়ে যাচ্ছে। গোলাম দস্তগীর গাজীকে মন্ত্রি করাতে আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
গোলাম দস্তগীর গাজী মন্ত্রি হচ্ছেন এমন খবর পাওয়ার পর থেকেই রূপগঞ্জে এমপি গাজীর বাসভবনে ভিড় করছেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। নতুন মন্ত্রিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অনেকে।
স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত নারায়ণগঞ্জ আওয়ামীলীগের কোন এমপি মন্ত্রিত্বের দায়িত্ব পাননি। আওয়ামীলীগ এই নিয়ে পাঁচ বার ক্ষমতায়। কিন্তু গত পাঁচ বারের সরকারের মন্ত্রিসভায় নারায়ণগঞ্জের কোন এমপির স্থান হয়নি। টানা তৃতীয়বারের মতো দলটি ক্ষমতায় আসাতে জেলার আওয়ামীলীগ নেতাকর্মীদের দাবি এবার মন্ত্রিসভায় নারায়ণগঞ্জের কাউকে চাই। মন্ত্রিসভায় আসতে পারেন এমন তিন এমপির নাম আলোচনায় আসছে বেশ কয়েকদিন যাবত। তারা হলেন, গোলাম দস্তগীর গাজী (রূপগঞ্জ), একেএম শামীম ওসমান (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ), নজরুল ইসলাম বাবু (আড়াইহাজার)। মন্ত্রিত্বের দৌড়ে তিনজনের মধ্যে গোলাম দস্তগীর গাজী এগিয়ে আছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছিল। গুঞ্জন সত্যি করে দিয়ে রবিবার দুপুরে মন্ত্রি পরিষদের সচিবালয় থেকে গোলাম দস্তগীর গাজীর সাথে যোগাযোগ করা হয়। মন্ত্রি পরিষদ থেকে জানানো হয় তাকে বস্ত্র ও পাট মন্ত্রি করা হয়েছে।
গোলাম দস্তগীর গাজীর মন্ত্রিত্ব পাওয়াতে উচ্ছ্বাসিত রূপগঞ্জ আওয়ামীলীগ। খবর পেয়ে এমপি গাজীর বাসভবনে উপস্থিত হন আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু। গোলাম দস্তগীর গাজীকে অভিনন্দন জানিয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমরা আনন্দিত ও খুশি। স্বাধীনতার পর নারায়ণগঞ্জে আওয়ামীলীগের কোন মন্ত্রি আসে নাই। এবার আমাদের মুক্তিযোদ্ধার বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজীকে মন্ত্রি করাতে আমরা নারায়ণগঞ্জবাসী আনন্দিত। আমরা জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
গোলাম দস্তগীর গাজীকে অভিনন্দন জানিয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাস বলেন, ‘রূপগঞ্জ উপজেলার ভোটার ও আওয়ামীলীগের নেতাকর্মীরা আজকে উল্লাসিত। এর পূর্বে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ থেকে কেউ মন্ত্রি হন নাই। আমাদের সাংসদ গোলাম দস্তগীর গাজী সাহেব প্রথম মন্ত্রি হয়েছেন। এজন্য আমি জননেত্রী শেখ হাসিনাকে রূপগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। রূপগঞ্জের সকল স্তুরের মানুষ আজ আনন্দিত ও উল্লাসিত।’
রূপগঞ্জ থানা আওয়ামীলীগ নেতা মান্নান মুন্সি বলেন, ‘স্বাধীনতার পর থেকে নারায়ণগঞ্জ থেকে কোন আওয়ামীলীগের নেতা মন্ত্রি হন নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার নারায়ণগঞ্জ থেকে মন্ত্রি বানাবেন বলে মনস্থির করেছেন। সে অনুয়ায়ী তিনি গাজী সাহেবকে মন্ত্রিত্ব দিয়েছেন। এতে আমরা আনন্দিত ও গর্বিত।’