আইসিসির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি মার্কিন সিনেটরের
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৭:২১ পিএম, ২৪ নভেম্বর ২০২৪ রোববার
আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির ওপর প্রচণ্ড ক্ষিপ্ত যুক্তরাষ্ট্র। পারলে আইসিসিকে বন্ধই করে দেয় তারা। পরম মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে গ্রেপ্তারে পরোয়ানা জারির পর থেকেই এমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন মার্কিন কর্মকর্তারা।
মিডলইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন সিনেটর টম কটন। আর এজন্য মার্কিন একটি আইনের দোহাইও দিচ্ছেন তিনি। ওই আইন অনুযায়ী, আইসিসির আওতামুক্ত থাকবেন মার্কিন কর্মকর্তারা।
২০০২ সালে যুক্তরাষ্ট্রে ‘হেগ ইনভেশন অ্যাক্ট’ পাস করা হয়। মার্কিন সার্ভিস মেম্বারদের সুরক্ষা দিতেই ওই আইন প্রণয়ন করেছিল মার্কিন সরকার। এতে করে যে কোনো অপরাধ করলেও পার পেয়ে যাবে মার্কিন সেনারা। অর্থাৎ তারা শত অপরাধ করেও আইসিসির ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র বা মিত্র দেশের কোনো নাগরিককে দ্য হেগের আদালত গ্রেপ্তার করলে সামরিক অভিযান চালানোর অনুমতিও দেওয়া হয়েছে ওই আইনে।
গাজায় গেল বছরের অক্টোবর থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে থামবার কোনো লক্ষণ নেই ইসরায়েলের। এমতাবস্থায় নেতানিয়াহুকে থামাতে পদক্ষেপ নেয় আইসিসি। কিন্তু তারপর থেকেই চাপে রয়েছেন আইসিসির কৌঁসুলি করিম খান।