চিন্ময় প্রভুকে ইসকন আগেই বহিষ্কার করেছে
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৫২ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
‘আনন্দবাজার’ পত্রিকার রিপোর্ট
কোলকাতার প্রভাবশালী পত্রিকা ‘আনন্দবাজার পত্রিকা’ গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ‘বাংলাদেশে গ্রেফতার চিন্ময় কৃষ্ণ প্রভুকে ইসকন এক মাস আগেই বহিষ্কার করেছে। তার কোন দায়ভার ইসকন বহন করবে না বলেও তারা জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে সে দেশের ইসকনের নেতারা জানিয়েছেন, চিন্ময়ের কোনও কাজের দায় ইসকন নেবে না। তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে।’ চিন্ময় দাস বিভিন্ন বিতর্কিত কাজের জন্য নিন্দিত হয়ে আসছিলেন।
বাংলাদেশে সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র তথা ইসকনের পু-রীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতার নিয়ে উত্তাল বাংলাদেশ। সেই আবহেই এবার সে দেশের ইসকন জানিয়ে দিল, চিন্ময় তাদের কেউ নন। তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে তার কোনও বক্তব্য কিংবা কাজকর্মের দায় নেবে না ‘বাংলাদেশ ইসকন’।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে সে দেশের ইসকনের নেতারা জানিয়েছেন, চিন্ময়ের কোনও কাজের দায় ইসকন নেবে না। ঢাকার স্বামীবাগে ওই সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিল ‘ইসকন বাংলাদেশ’। সেখানেই ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, ‘মাস কয়েক আগেই শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, সদস্য গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পু-রীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করেছে ইসকন বাংলাদেশ। তাই তার কোনও রকম বক্তব্য কিংবা কার্যকলাপের দায় ইসকনের নয়।’
সাংবাদিক বৈঠকের প্রশ্নোত্তর পর্বে ইসকন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটি ও শিশুসুরক্ষা দলের সদস্য হৃষীকেশ গৌরাঙ্গ দাস জানান, চিন্ময়ের বিরুদ্ধে কয়েক জন শিশু হেনস্থার অভিযোগ তুলেছিলেন। অভিযোগের ভিত্তিতে চিন্ময়কে চিঠি দিয়ে কারণ দর্শাতে বলা হয়। তদন্তের স্বার্থে তিন মাসের জন্য পু-রীক ধামের অধ্যক্ষ পদ থেকেও তাঁকে সরে দাঁড়াতে বলা হয়। কিন্তু তিনি নির্দেশ মানেননি। এর পরেই গত জুলাই মাসে চিন্ময়কে বহিষ্কার করে ইসকন। গত ৩ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে বিবৃতি দিয়ে তা জনসমক্ষে জানিয়েও দেয় ইসকন। ইসকনের কার্যকর্তাদের আরও দাবি, বাংলাদেশে চিন্ময়ের গ্রেফতারি এবং আইনজীবীর হত্যাকে কেন্দ্র করে ইসকনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। অনেকে বলছেন, আইনজীবীকে খুনের ওই ঘটনায় ইসকন ও তার সমর্থকদের হাত রয়েছে। কিন্তু এই ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে আদতে ইসকনের কোনও সম্পর্ক নেই।