শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

এমপি হবার দৌড়ে বিএনপি নেতারা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১৬ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার


 
যুক্তরাষ্ট্র বিএনপির অর্ধডজন অধিক নেতা এমপি হবার দৌড়ে রয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রার্থী হতে ইতোমধ্যেই লবিং শুরু করেছেন। ধর্ণা দিচ্ছেন ঢাকার কেন্দ্রীয় নেতাদের কাছে। বাংলাদেশে যাবার প্রস্তুতি নিচ্ছেন। দু একজন ইতোমধ্যেই বাংলাদেশে গেছেন। গত সোমবার জ্যাকসন হাইটসে এক মতবিনিময় সভায় বিএনপির তিন নেতা সংসদ সদস্য পদে নির্বাচন করা আগ্রহ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের আগ্রহী প্রার্থীরা হলেন বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সাবেক সিনিয়র সহসভাপতি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ, বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান জিল্লু,  স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, সাবেক সহসভাপতি সোলেমান ভুঁইয়া, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কামাল পাশা বাবুল,  বিএনপি মহানগর দক্ষিন কমিটির সভাপতি সেলিম রেজা ও জাসাস যুক্তরাষ্ট্রের সাবেক সাধারন সম্পাদক আবু সাইয়িদ।

আব্দুল লতিফ স¤্রাট নড়াইল ২ আসন থেকে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি নিউইয়র্কে বিভিন্ন সভা সমাবেশে নেতাকর্মিদের কাছে এ জন্য দোয়া চেয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে তিনি বাংলাদেশে রওনা হবেন।
গিয়াস আহমেদ নির্বাচন করতে চাচ্ছেন ঢাকা ১ (দোহার) আসন থেকে। ডিসেম্বরে তিনি যাচ্ছেন বাংলাদেশে। প্রবীন এই রাজনীতিকের হাতেখড়ি ছাত্রদলের মাধ্যমে। রমনা থানা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুক্তরাষ্ট্র ছাত্রলের প্রতিষ্ঠাতা সভাপতি। বর্তমানে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য। প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন, ১৪ বছর পর দেশে যাচ্ছি। বিএনপি করার কারনে দেশে আমার কোটি কোটি টাকার সম্পদ বেদখল হয়ে গেছে। আমার বড় ভাইয়ের বিরুদ্ধে মামলার খড়গ চালিয়েছিল স্বৈরাচারি হাসিনার সরকার। আমি প্রত্যাশা করছি, দল আমাদের ত্যাগের মূল্যায়ন করবে। এলাকায় গিয়ে নেতাকর্মিদের সাথে মতবিনিময় করবো। তারা চাইলে নির্বাচন করবো ইনশাল্লাহ।
বিএনপির কেন্দ্রীয় নেতা মিল্টন ভুঁইয়া। সন্দ্বীপের কৃতি সন্তান। যুক্তরাষ্ট্রে সফল ব্যবসায়ী। তিনি ইতোমধ্যেই চট্রগাম ৩ (সন্দ্বীপ) থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। হাসিনা সরকারের পতনের পর তিনি সন্দ্বীপে গিয়েছিলেন। হাজার হাজার মানুষকে নিয়ে তিনি সভা সমাবেশ করেছেন। এলাকায় তার পক্ষে জোয়াড় উঠেছে। স্থানীয় জনগন তাকে নির্বাচন করার জন্য অনুরোধ করছেন। তার স্বপক্ষে সন্দ্বীপে হাজার হাজার পোষ্টার শোভা পাচ্ছে। একই আসনে নির্বাচন করতে আগ্রহী যুক্তরাষ্ট্র  প্রবাসী ও বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কামাল পাশা বাবুল। তিনি গত সোমবার জ্যাকসন হ্ইাটসে এক মতবিনিময় সভায় তার আগ্রহের কথা বলেন। তিনিও বাংলাদেশে যাচ্ছেন।
জিল্লুর রহমান জিল্লু যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারন সম্পাদক। তিনি সিলেট ৪ (বিয়ানীবাজার) আসন থেকে নির্বাচন করতে আগ্রহী। এলাকায় পারিবারিকভাবে প্রতিষ্ঠিত জিল্লুর রহমান জিল্লু দলীয় নমিনেশন পেলে শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি ও সফল কন্সট্রাকশন ব্যবসায়ী আলহাজ সোলেমান ভুঁইয়া। তিনি ফেনি ২ (সদর) আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে।
নিউইয়র্ক সিটি দক্ষিন বিএনপির সভাপতি সেলিম রেজা।  তিনি ঝালকাঠি ২ আসন থেকে নির্বাচন করতে মরিয়া। বর্তমানে তিনি বাংলাদেশে রয়েছেন। প্রতিদিন এলাকায় সভা সমাবেশ ও কর্মিসভা করছেন। দায়িত্বশীল একটি সুত্র জানায়, এই আসনে দীর্ঘদিন এমপি ছিলেন শাহজাহান ওমর। গত নির্বাচনে তিনি পল্টি দিয়ে বিএনপি ত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়ে এমপি হন। এখন জেলে রয়েছেন। এ আসনে বিএনপির তেমন কোন আর শক্তিশালী প্রার্থী নেই। তার মনোনয়ন পাবার ব্যাপারে অনেকেই আশাবাদী।
জাসাসের সাবেক কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র জাসাসের সাবেক সাধারন সম্পাদক আবু সাইয়িদ। তিনি মৌলভীবাজার ২ (কুলাউড়া) আসন থেকে মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে। এ ব্যাপারে সাইয়েদের দৃষ্টি আর্কষন করলে বলেন, রাজনীতিতে দীর্ঘদিন ধরে আছি। এলাকার সাথেও যোগাযোগ আছে। দল চাইলে অবশ্যই নির্বাচন করবো।