রোববার   ০১ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার তিন প্রোটিয়া ক্রিকেটার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১৬ এএম, ১ ডিসেম্বর ২০২৪ রোববার

দক্ষিণ আফ্রিকার তিন সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। ২০১৫-১৬ সালে তারা রাম স্ল্যাম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। এসব অভিযোগে গ্রেপ্তার তিন ক্রিকেটার হলেন লনওয়াবো সতসবে, থামি সোলেকিলে ও এথি এমভালাতি।

হক নামে দক্ষিণ আফ্রিকা পুলিশের একটি শাখা অভিযোগ সম্পর্কে তদন্ত শুরু করেছে। সে দেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের তিনটি ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন অভিযুক্ত তিন ক্রিকেটার। তবে তারা সেটা করতে পারেননি। অভিযুক্ত তিন ক্রিকেটার সতসবে, সোলেকিলে ও এমভালাতিকে নির্বাসিত করা হয়েছে। তাদের সঙ্গে আরও যে চারজন যুক্ত আছেন বলে জানা গেছে, তারা হলেন গুলাম বোদি, জিন সিমস, পুমি মাতশিকউয়ি ও আলভিরো পিটারসেন। তারা সবাই দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার।

পুলিশের তদন্তকারী কর্মকর্তাদের প্রধান লেফটেন্যান্ট জেনারেল গডফ্রে লেবেয়া বলেছেন, ‘ম্যাচ ফিক্সিংয়ের মতো ঘটনা খেলার স্বচ্ছতা নষ্ট করে দেয়। আমরা চেষ্টা করব সেই স্বচ্ছতা ফিরিয়ে আনতে। এমন ঘটনায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডও আমাদের পাশে রয়েছে। তারা আমাদের যথেষ্ট সাহায্য করছে।’