রোববার   ০১ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

মোশাররফের সঙ্গে সম্পর্কসহ ৪ গুজবের জবাব অভিনেত্রীর

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১৯ এএম, ১ ডিসেম্বর ২০২৪ রোববার

ললিউড অভিনেত্রী ও মডেল জইনব রাজা পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফের সঙ্গে তার পারিবারিক সম্পর্কের গুজব অস্বীকার করেছেন।

তিনি স্পষ্ট করে বলেছেন, মোশাররফের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং এ বিষয়ে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।

শুক্রবার একটি জনপ্রিয় টেলিভিশন শোতে উপস্থিত হয়ে জইনব রাজা বলেন, আমি কখনোই মোশাররফের পরিবারের সদস্য ছিলাম না এবং আমি তার সঙ্গে সম্পর্কযুক্তও নই। ইন্টারনেটে বা সার্চ ইঞ্জিনে যে গুজব ছড়ানো হয়েছে, তা একেবারেই ভিত্তিহীন।

মূলত এই মন্তব্যের মাধ্যমে মডেল অভিনেত্রী সেই সমস্ত গুজবই খণ্ডন করলেন, যেখানে তাকে ‘পারভেজ মোশাররফের নাতনী’ হিসেবে পরিচয় তুলে ধরা হয়েছিল।

এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘এ ধরনের মিথ্যা তথ্য ছড়ানো সত্যিই দুঃখজনক এবং আমি চাই সবাই সঠিক এবং যাচাইকৃত তথ্য জানুক’।

যুক্তরাষ্ট্রে অবস্থান না করার দাবি

যুক্তরাষ্ট্রে বসবাস করা নিয়ে গুজব প্রসঙ্গে মডেল অভিনেত্রী এ সময় পরিষ্কার করে বলেন, তিনি কখনই যুক্তরাষ্ট্রে বসবাস করেননি। 

অভিনেত্রীর ভাষায়, ‘আমি কখনো যুক্তরাষ্ট্রে বসবাস করিনি এবং এ ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা। আমি কখনও সেখানে থাকিনি’। 

এই বক্তব্যের মাধ্যমে জইনব আরও একটি বিভ্রান্তি দূর করেন, যা তার জীবনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছিল।

আহমেদ মেমন সম্পর্কিত গুজবের জবাব

পাকিস্তানি এই অভিনেত্রী তার বন্ধু আহমেদ মেমন সম্পর্কে ছড়ানো গুজবও পরিষ্কার করেন এদিন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই মনে করেছিলেন যে, আহমেদ মেমন তার বয়ফ্রেন্ড। 

তবে জইনব তা পুরোপুরিই অস্বীকার করেছেন। বলেছেন, ‘আহমেদ আমার ভাইয়ের মতো। তার সঙ্গে আমার সম্পর্ক স্রেফ বন্ধুত্বপূর্ণ, কোনো রোমান্টিক সম্পর্ক নয়। আমরা একে অপরের প্রতি অনেক সম্মান রেখে সম্পর্ক বজায় রেখেছি’।

বয়স নিয়ে বিভ্রান্তি

এদিকে অনলাইনে তার বয়স নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছে। এ বিষয়ে জইনব রাজা বলেন, ‘আমার বয়স ২৩ বছর নয়, আমি ২৬ বছর বয়সি’। 

তিনি আরও জানান, এ ধরনের ভুল তথ্য ছড়ানো একেবারে অযৌক্তিক। তিনি আশা করেন যে মানুষ অবশ্যই তাদের জীবন সম্পর্কিত সঠিক তথ্য জানতে চাইবে।

ভুয়া তথ্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া

ভুয়া খবর এবং গুজব ছড়ানোর প্রেক্ষাপটে জইনব রাজা আরও বলেন, অনলাইনে এ ধরনের ভুল তথ্যের কারণে অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি হয়, যা খুবই হতাশাজনক। আমি সবসময়ই ভক্তদের অনুরোধ করি, তারা যেন যাচাইকৃত উৎস থেকে সঠিক তথ্য সংগ্রহ করে এবং শ্রদ্ধাশীল থাকে। সেই সঙ্গে মিথ্যা খবর যাচাই করে।

Bold images of Pakistani model Zainab Raza on Instagram

ক্যারিয়ার

জইনব রাজা তার ক্যারিয়ার শুরু করেন তামাশা-২ রিয়েলিটি শোতে অভিনয়ের মাধ্যমে। ওই রিয়েলিটি শো দিয়েই তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে তিনি ললিউড চলচ্চিত্রের একটি পরিচিত মুখ হয়ে ওঠেন এবং তার ক্যারিয়ারের নানা দিক নিয়ে তিনি সর্বদা মিডিয়ায় আলোচিত।

জইনব রাজা তার শো-বিজ ক্যারিয়ারে এবং জীবনের বিভিন্ন দিক নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা আলোচনা করতে ভালোবাসেন। একই সঙ্গে লাস্যময়ী এই অভিনেত্রী তার সৎ ও বাস্তব উপস্থাপনায় ভক্তদের সঙ্গে শক্ত সম্পর্ক বজায় রেখে চলেছেন। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন