বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১   ০৩ জমাদিউস সানি ১৪৪৬

ভারতে সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় উত্তাল ঢাবি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:২৮ এএম, ৩ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

ঢাকার বিভিন্ন প্রান্তে কয়েক হাজার মানুষ ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে। সোমবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভের নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বিক্ষোভকারীরা ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও’, ‘ঢাকা-ঢাকা, দিল্লি না ঢাকা’, ‘আজাদি চাই’, এবং ‘আগুন জ্বালো’ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়। এ মিছিলের আগে একই স্থানে ছাত্র অধিকার পরিষদ একটি সমাবেশ করে। সমাবেশে পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা অভিযোগ করেন, ভারতে ইসকনের সদস্যরা বাংলাদেশে একজন আইনজীবীকে হত্যা করলেও কোনো দুঃখপ্রকাশ করেনি। বরং রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের পক্ষে হস্তক্ষেপ করছে।

এরপর, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে, যেখানে বাংলাদেশের পতাকা টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। ভারতীয় ডানপন্থি সংগঠন ‘হিন্দু সংগ্রাম স্মৃতি’ এ হামলার পেছনে জড়িত বলে দাবি করা হয়েছে। তারা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বিক্ষোভটি মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে শান্তিপূর্ণভাবে এগোলেও পুলিশ সেখানে বাধা দেয়। পরে পুলিশি ব্যারিকেড ভেঙে সহকারী হাইকমিশন অফিসে প্রবেশের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ত্রিপুরার পুলিশ ও প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়।

বিক্ষোভের অংশ হিসেবে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাইকমিশনে স্মারকলিপি জমা দেয়। বিক্ষোভকারীদের দাবি, চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে এবং তার মুক্তি অবিলম্বে নিশ্চিত করতে হবে।