সোনারগাঁয়ে অস্ত্রশস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:০৮ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার
সোনারগাঁয়ে ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ৬টি তাজা ককটেল, গ্রীল কাটার যন্ত্র, একটি হেস্কো ব্লেড মেশিন, ২টি ছোরা, তালা ভাঙ্গার কাটার ও ২টি কাস্তে। সোমবার (৭ জানুয়ারি) ভোরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পেকিরচর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, আড়াইহাজার উপজেলার মরদাসাদী গ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে ডাকাত সর্দার শের আলী (২৪), ঝালাকান্দি গ্রামের রফিকুলের ছেলে রহিম (১৯), জোয়ারদিয়া গ্রামের মৃত জামালের ছেলে সজীব (১৮), আঃ বারেকের ছেলে কাওছার (২০), মরদাসাদী গ্রামের মাঈন উদ্দিনের ছেলে ফালান (১৮) ও গাজীপুরা গ্রামের মৃত হান্নানের ছেলে কাউছার (১৯)।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদ আলম জানান, সোমবার ভোর রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পেকিরচর এলাকায় আশান আলীর বাড়িতে ১০-১২ জনের একদল দুর্ধর্ষ ডাকাত অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক আব্দুল হক শিকদার পুলিশের একাধিক টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের ঘেরাও করে ডাকাত সর্দার শের আলী, রহিম, সজীব, কাওছার, ফালান ও কাউছার নামে ৬ ডাকাতকে অস্ত্রশস্ত্রসহ আটক করে। এ সময় আটককৃত ডাকাতার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।