বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫   মাঘ ২৩ ১৪৩১   ০৬ শা'বান ১৪৪৬

কলকাতায় রেজওয়ানা চৌধুরী বন্যাকে বয়কটের ডাক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:১১ এএম, ৬ ডিসেম্বর ২০২৪ শুক্রবার

রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে বয়কটের ডাক দিয়েছে কলকাতার মধ্যমগ্রামের হিন্দুত্ববাদীদের একাংশ। আগামী ২৮ ডিসেম্বর দেশটির পশ্চিমবঙ্গের মধ্যগ্রাম সুভাষ ময়দানে শুরু হবে ১৯তম পরিবেশ সচেতনতার মেলা। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশ করবেন বাংলাদেশের জনপ্রিয় এই রবীন্দ্রসংগীত শিল্পী।

তবে অনুষ্ঠানের একটি পোস্টার নিয়ে ইতিমধ্যেই নেটদুনিয়ায় বিতর্ক চলছে। বন্যাকে অনুষ্ঠান করতে দিতে নারাজ সেখানকার হিন্দুত্ববাদীদের একাংশ।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন’র জানায়, রেজওয়ানা চৌধুরী বন্যাকে অনুষ্ঠান করতে দিতে নারাজ মধ্যমগ্রামের নাগরিক সমাজের একাংশ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা পৌরসভার কাছে আবেদনও করেছেন যাতে বন্যাকে অনুষ্ঠান করতে দেওয়া না হয়।

এখানেই শেষ নয়, মধ্যমগ্রাম নাগরিক সমাজ জানিয়েছে, যদি ওই শিল্পী অনুষ্ঠান করে তাহলে এবারে পরিবেশ মেলা তারা বয়কট করবে। ভাইরাল হওয়া পোস্টে লেখা হয়েছে, ‘একজন ভারতীয় নাগরিক হিসেবে মধ্যমগ্রাম পুরসভার কাছে আবেদন জানাচ্ছি আগামী ২৮ডিসেম্বর মধ্যমগ্রাম পরিবেশ মেলায় বাংলাদেশের এই শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গান পরিবেশনা অবিলম্বে বাতিল করা হোক। বাংলাদেশের কোনো শিল্পীকে দয়া করে কোনো অনুষ্ঠান করতে দেবেন না। আগে দেশ, তারপর সব। অনুগ্রহ করে বিষয়টি ভেবে দেখবেন।’

ফেসবুকে এই গ্রুপের সদস্য সংখ্যা ৮০ হাজারের বেশি হওয়ায় পোস্টটি ভাইরাল হতে সময় লাগেনি। তারপরেই এ নিয়ে শুরু হয় চর্চা। মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ ফেসবুক গ্রুপের অ্যাডমিন রূপক দে ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে, আমাদের দেশের জাতীয় পতাকাকে অবমাননা করছেন সেদেশের কট্টরপন্থীরা। এমন পরিস্থিতিতেও বাংলাদেশের কোনো শিল্পীরাই প্রতিবাদ করছেন না।আমাদের কাছে জাতীয়তাবোধ আগে। তাই আমরা বাংলাদেশের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীতানুষ্ঠান নিয়ে আপত্তি জানিয়েছি।’