হাসিনার কোটিপতি পিয়ন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০৪ এএম, ৭ ডিসেম্বর ২০২৪ শনিবার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই কোটিপতি পিয়ন/ভৃত্য জাহাঙ্গীর আলম এখন নিউইয়র্কে। গত বুধবার ৪ ডিসেম্বর নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে জাহাঙ্গীর যান ব্যক্তিগত কাজের জন্য।তিনি পাওয়ার এটর্নি সত্যায়ন করানোই ছিল তার উদ্দ্যেশ্য। কিন্তু কনস্যুলেটের স্টাফরা তাকে চিনে ফেলেন। সাথে সাথে তারা কনসাল জেনারেল নাজমুল হুদাকে বিষয়টি অবহিত করেন। জ্বনাব হুদা কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করনে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তপক্ষের মতামত ছাড়া কিছু করা যাবে না। কর্মকর্তারা পাওয়ার অব এটর্নি সত্যায়নে অপারগতা প্রকাশ করেন। ঢাকার মতামত পেলে ব্যবস্থা নেয়া যাবে। এরমধ্যে কনস্যুলেটে উপস্থিত স্টাফ ও ভিজিটরদের মধ্যে তার উপস্থিতির বিষয়টি জানাজানি হয়ে যায়। তাকে দেখার জন্য ভীর জমতে থাকে। পরিস্তিতি খারাপ হতে পারে আঁচ করতে পেওে জাহাঙ্গীর দ্রুত কনস্যুলেট ত্যাগ করেন।
এ ব্যাপারে কনসাল জেনারেল নাজমুল হুদার দৃষ্টি আর্কষন করলে তিনি আজকালকে বলেন, জাহাঙ্গীর আলম কাগজপত্র সত্যায়ন করার জন্য কনস্যুলেটে এসেছিলেন। আমাদের স্টাফরা তাকে চিনতে পারে। সাথে সাথে আমাকে জানায়। তার ব্যাপারে ঢাকার নির্দেশনা না পেলে কিছু করা যাবে না বলে মতামত প্রদান করি। পরে তিনি চলে যান। শেখ হাসিনা গত ১৪ জুলাই
এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘আমার বাসার একজন পিয়ন ছিল, সে-ও নাকি ৪০০ কোটি টাকার মালিক! হেলিকপ্টার ছাড়া নাকি চলে না। পরে তাকে ধরা হয়েছে। খোঁজখবর নেওয়া হয়েছে।’ এরপর জাহাঙ্গীর আলমের এই দুর্নীতির চিত্র তুলে ধরে নানা সমালোচনা শুরু হলে তৎকালীন সরকার তার বিষয়ে অনুসন্ধান শুরু করে এবং তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে। পরে জানা যায়, পরিবারসহ যুক্তরাষ্ট্রে পালিয়েছেন এই আলোচিত পিয়ন জাহাঙ্গীর। শেখ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়নের’ খোঁজ মিলেছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে। জাহাঙ্গীর এরশাদ জমানা থেকেই শেখ হাসিনার সাথে সার্বক্ষনিক থাকতেন। বাসার সব ধরনের কাজ করতেন। রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে শেখ হাসিনা দেশের বিভিন্ন স্থানে সফরে গেলেও জাহাঙ্গীর ছিল সফরসংগী। ২০২৩ সাল পর্যন্ত সে শেখ হাসিনার গুডবুকে ছিলেন।
জাহাঙ্গীর নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের বাসিন্দা। গত জাতীয় নির্বাচনে নোয়াখালী-১ আসন (চাটখিল-সোনাইমুড়ী) থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রও জমা দিয়েছিলেন তিনি।