সিডিপ্যাপ নিয়ে গর্ভনরের কেলেংকারির বিরুদ্ধে মামলা
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:১৪ এএম, ৭ ডিসেম্বর ২০২৪ শনিবার
কথিত অনিয়মের অজুহাতে কারচুপি ও পক্ষপাতিত্বের মাধ্যমে সিডিপ্যাপ সেবা একটি কোম্পানিকে দেয়ার অভিযোগ উঠেছে নিউইয়র্কের গভর্নর হোকুল ও তার টিম এবং ‘ডিপার্টমেন্ট অব হেলথ’র বিরুদ্ধে। বর্তমানে সিডিপ্যাপ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এমন অভিযোগ করেছে। এ বিষয়ে আদালতে মামলাও হয়েছে।
আগামী এপ্রিল থেকে কনজিউমার ডাইরেক্টেড পার্সোনাল অ্যাসিসট্যান্স গ্রোগ্রাম (সিডিপ্যাপ) মেডিকেডের ২ লাখ সেবাগ্রহীতার কার্যক্রম মাত্র একটি কোম্পানির কাছে ছেড়ে দিয়েছে গর্ভনর কার্যালয়, যাদের এ বিষয়ক কোন পূর্ব অভিজ্ঞতাও নেই। এমনকি প্রতিষ্ঠানটি নিউইয়র্কে বাইরের। বর্তমানে সেবাদাতা অভিজ্ঞ শতশত প্রতিষ্ঠানকে কোন সুযোগ দেয়া হয়নি। তাই একক প্রতিষ্ঠান নিয়োগের বিষয়ে কারচুপি অভিযোগ তুলেছে সেবাদাতারা। তারা বিষয়টি আটকাতে লড়াই করছে। কারণ এ সিদ্ধান্তে কয়েকশ প্রতিষ্ঠান পথে বসবে।
নিউইয়র্কের রকল্যান্ড কাউন্টি-ভিত্তিক ব্রিজেস হোম কেয়ার এজেন্সির নির্বাহী পরিচালক কার্লোস মার্টিনেজ বলেছেন, ৯ এপ্রিল একটি বৈঠকের সময়, স্টেটের একজন ডিজঅ্যাবিলিটি কর্মকর্তা তাকে এবং অন্যান্য হোম কেয়ার ঠিকাদারদের বলেছিলেন যে, পাবলিক পার্টনারশিপ এলএলসি (পিপিএলএলসি, বর্তমানে কাজ পাওয়া প্রতিষ্ঠান) স্টেটজুড়ে সিডিপ্যাপের আর্থিক মধ্যস্থতাকারীর দায়িত্ব নেবে। এ থেকে প্রমাণ হয় যে নিলাম প্রক্রিয়াটি কলঙ্কিত ছিল।
তিনি বলেন, ‘আমি এটি ভালভাবে মনে রেখেছি কারণ আমি হতবাক ছিলাম, যখন একজন সরকারি কর্মকর্তার সরাসরি বলছিল যে স্টেট- এতোমধ্যেই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে আর্থিক মধ্যস্ততা কারী কে হবে?
স্টেটের বিরুদ্ধে করা অপর একটি হোম কেয়ার এজেন্সি ফ্রিডম কেয়ার এলএলসির মামলায় শপথ বিবৃতিতে মার্টিনেজ এসব অভিযোগ করেন।
স্টেট ডিপার্টমেন্ট অব হেলথ কোন প্রকার উম্মুক্ত নিলাম প্রক্রিয়া ছাড়াই অন্য স্টেটে রেজিষ্ট্রিকৃত একটি মাত্র কোম্পানিকে সিডিপ্যাপ হোম কেয়ার কর্মসূচি পরচালনার সুযোগ করে দিয়েছে; এমন অভিযোগে মামলা দায়ের করেছে ফ্রিডম কেয়ার এলএলসি।
আদালতে অভিযোগে জানানো হয়েছে, নিউইয়র্ক স্টেটে বর্তমানে সেবা প্রদানকারী সব সিডিপ্যাপ হোমকেয়ার কোম্পানির পরিবর্তে জর্জিয়া স্টেটে রেজিষ্ট্রিকৃত কোম্পানী পিপিএলএলসিকে মাত্র একটি কোম্পানিকে নিউ ইয়র্ক স্টেটে সিডিপ্যাপ হোমকেয়ার কর্মসুচী পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছে যা সম্পুর্ণ বেআইনী, এক তরফা এবং গ্রাহক স্বার্থবিরোধী। ফ্রিডম কেয়ার এলএলসির কৌসুলীরা অভিযোগ করেছেন মাত্র একটি কোম্পানি পিপিএলকে এই সুযোগ দেওয়ার প্রক্রিয়াটি ছিল সম্পুর্ণ সাজানো নাটক।
হোম কেয়ার প্রোভাইডাররা দাবি করেছে যে, বিডিং প্রক্রিয়া চলা অবস্থায়ই স্টেটের ওই কর্মকর্তা এই ঘোষণা করেছেন যে পিপিএলসিকে চুক্তিটি দেওয়া হয়েছে।
ফ্রিডম কেয়ার প্রতিনিধিত্বকারী বাদী আকিভা শাপিরো বলেন, এমন ঘটনা প্রমাণ করে যে, গত এপ্রিল জুড়ে সমস্ত অ্যালবানি যা শুনেছে, অর্থাৎ আমরা যে অভিযোগ করেছি; গভর্নর হোকুল এবং তার স্বাস্থ্য বিভাগ শুরু থেকেই পিপিএলসিকে কাজ দেয়ার জন্য বিড (নিলামে) কারচুপি করেছে। তাই গোপন ও চুরির মাধ্যমে করা পিপিএলসির সঙ্গে করা চুক্তি এখানেই শেষ করতেই হবে। নিউইয়র্কের হোম কেয়ার প্রেগ্রাম ও এর উপর নির্ভরশীল লাখো মানুষের সর্বনাশের আগেই তা করতে হবে।
মামলার আগে, হোম কেয়ার সেবা প্রদানকারীরা প্রতিষ্ঠানগুলো এ বিশাল কাজ মাত্র একটি ঠিকাদারকে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করছিল।
হোম কেয়ার এজেন্সি গুলো বলছে, সিডিপ্যাপ বছরের পর বছর ধরে জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে প্রায় ২ লাখ রোগীকে সেবা দিচ্ছে। তবে খরচ বেড়ে যাওয়ায় হোকুল এই বছরের শুরুতে আইনসভার সাথে স্টেট বাজেটের আলোচনায় খরচ কমানোর কথা বলেন।
তবে অভিযোগ আছে খরচ বাড়ার সঙ্গে সঙ্গে তদারকির অভাবের কারণে এ প্রোগ্রামের খরচ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এবং এ খাতে কোটি কোটি ডলারের প্রতারণা হয়েছে।
এদিকে হোকুলের অফিষ পিপিএলসির পক্ষে বিডিং প্রক্রিয়ায় কারচুপির বিষয়টি অস্বীকার করেছে। তাদের প্রতিনিধি গণমাধ্যমকে জানান, এ পদক্ষেপ হোমকেয়ারকে রক্ষা করবে। একই সঙ্গে করদাতাদেরও রক্ষা করবে। কারণ এতে জালিয়াতি ও চুরি বন্ধ হবে। প্রতিষ্ঠান নিয়োগের বিষয়টি আইন প্রণেতারা ঠিক করে দিয়েছে। স্বাস্থ্য বিভাগ তা সম্পন্ন করেছে, স্টেটের কোন কর্মকর্তা তা জানতেন না। ‘চীপ ডিজঅ্যাবিলিটি অফিসার’ তা অনুমোদন করেছে। তাই আমরা একটি শক্তিশালী সিপিপ্যাপ সেবার আশা করছি।