নিউইয়র্কে ৬০ হাজার অবৈধ অভিবাসী ক্রিমিনাল
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:০২ এএম, ৭ ডিসেম্বর ২০২৪ শনিবার
নিউইয়র্ক সিটিতে ৫৮,৬২৬ জন অবৈধ অভিবাসি রয়েছে, যারা হয় দোষী সাব্যস্ত হয়েছে অথবা ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন। এটি বিগ অ্যাপলে বসবাসরত ৭৫৯,২১৮ জন অবৈধ অভিবাসীর ৭.৭%, ইউএস ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট এই তথ্য উল্লেখ করেছে। এছাড়া এই অভিবাসীদের মধ্যে ১,০৫৩ জন ‘সন্দেহভাজন বা পরিচিত গ্যাং সদস্য’ বলে জানা যায়। অপরাধি অভিবাসিদের বিতারণে ট্রাম্প সরকার কঠোর অবস্থানে রয়েছে।
আইসিই-এর নিউইয়র্ক সিটি অফিসের প্রধান কেনেথ জেনালো নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘নিউইয়র্ক সিটিতে যে অপরাধীরা রয়েছে তাদের মুক্ত করতে সারা জীবন লাগবে’।
২০১৪ সালে তৎকালীন মেয়র বিল ডি ব্লাসিওর স্বাক্ষরিত একটি আইনে পুলিশ কর্মকর্তাদের দেশ থেকে অপরাধীদের নির্বাসনে ফেডারেল কর্তৃপক্ষের সাথে কাজ করতে নিষেধ করা হয়েছে। ২০১৮ সালে, ডি ব্লাসিও এনওয়াইপিডি প্রোটোকলে নিয়মটি বিধিবদ্ধ করেন।
বাইডেন প্রশাসনের অভিবাসী সংকট পরিচালনার একজন স্পষ্টবাদী সমালোচক মেয়র এরিক অ্যাডামস বারবার নিউইয়র্ক সিটি কাউন্সিলকে অপরাধীদের বিচারের জন্য আইন শিথিল করার আহ্বান জানিয়েছিলেন। এখন আবার তিনি মত পাল্টিয়েছেন।
মেয়রের মুখপাত্র কায়লা মামেলাক বলেন, ‘মেয়র অ্যাডামস বারবার বলেছেন যে আমরা আমাদের শহরের অভয়ারণ্য আইনকে সম্মান করব, তবে আমাদের শহরে যারা বারবার সহিংস অপরাধ করে এবং তারা যে পরিণতির মুখোমুখি হয় তাদের সম্পর্কেও আমাদের অবশ্যই একটি গুরুতর সিদ্ধান্ত নিতে হবে।’
দেশব্যাপী, অনুমান করা হয় যে ৬,৬২,০০০-এরও বেশি অবৈধ অভিবাসী ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন বা দোষী সাব্যস্ত হয়েছেন। নিউ ইয়র্ক সিটি ছাড়াও, ডেনভার এবং শিকাগোর মতো শহরগুলি ট্রেন ডি আরাগুয়ার মতো গ্যাং দ্বারা আলোচিত হয়েছে।