গোল্ডেন এজ হোম কেয়ার প্রেজেন্টস এনআরবি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৬:২৫ পিএম, ৭ ডিসেম্বর ২০২৪ শনিবার

গোল্ডেন এইজ হোম কেয়ার প্রেজেন্টস ১৪তম এনআরবি অ্যাওয়ার্ড পাওয়ার্ড বাই ইস্টার্ন ইনভেস্টর অনুষ্ঠিত হলো গতকাল কুইন্স প্যালেস মিলনায়তনে। প্রবাসে প্রতিভা বিকাশে স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ডস প্রদান করা হয় ।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, নুরুল আজিম , মোঃ হোসেন জামিল , খলিল বিরিয়ানি হাউজের স্বত্বাধিকারী খলিলুর রহমান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আহসান হাবিব, আব্দুর রশিদ বাবু , হাসান জিলানী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও মূল ধারার রাজনীতিবিদ ফাহাদ সোলেমান ষ অনুষ্ঠানে একে একে ৪১ জন ভাগ্যবান শিল্পী ও কলা-কুশলীর নাম ঘোষনা করেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। প্রবাসের বাংলাদেশি ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে প্রবাসের উদীয়মান শিল্পী, কলা-কুশলীরাও পেয়েছেন বেশ কয়েকটি পুরুস্কার।
এবারে নিউ ইয়র্কে এনআরবি পুরুস্কার যারা পেয়েছেন তারা হলেন- সোশ্যাল মিডিয়া তারকা প্রিসিলা, শিল্পী অনিক রাজ, শিল্পী মিতু মাহমুদ, সিলেট মোটর গাড়ির ডিলার, শিল্পী কামরুল ইসলাম, কুইন্স প্যালেসের সৈয়দ মুস্তাকিম, এক্টিভিস্ট আবদুর রহমান, এক্টিভিস্ট আবু তালেব চান্দু, নারী উদ্যোক্তা রানো নওয়াজ, নারী উদ্যোক্তা মুনমুন হাসিনা,বাংলা ট্রাভেলসের বেলাল হোসেন, চ্যান্সেলর আবু বকর হানিপ, ইমিগ্রান্ট হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও গিয়াস আহমেদ, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ, ইস্টার্ন ইনভেস্টমেন্টের প্রেসিডেন্ট নুরুল আজিম, হগ্লোবাল এমএস ইঙ্কের তারেক হাসান খান, মোহাম্মদ খালেক, নোয়া ডিস্ট্রিবিউটরের সত্বাধিকারী বিলাল চৌধুরী, ক্রেডিট কোরের মোহাম্মদ এ কাশেম, মোঃ খলিলুর রহমান, বেঙ্গল হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ জামিল হোসেন, সিপিএ মোহাম্মদ চিশতী, এক্টিভিস্ট হাসান জিলানী, সানম্যান গ্লোবাল এক্স কর্পোরেশন, আশরাফ চৌধুরী খোকন, আহসান হাবীব, এম এ হোসেন সেলিম, আবদুর রশিদ বাবু, রিদুয়ান হক, ডিজিটাল ট্রাভেলস, ফটো সাংবাদিক নেহার সিদ্দিক, ফটো সাংবাদিক তুষার,
ডাঃ বর্নালী হাসান, সাংবাদিক আব্দুল আউয়াল মিন্টু, শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী রেশমি মির্জা, ফ্যাশন ডিজাইনার মানহা ক্লোজেট, সামাজিক কর্মী শাহানাজ হোসেন, অ্যাঙ্কর মিয়া মোহাম্মদ দুলাল, শিল্পী কামরুজ্জামান বকুল ও সামাজিক কর্মী খায়রুল ইসলাম খোকন ,অনন্যষ ইয়াসমিন অংকন সেরা সঙ্গীত শিল্পী, এবং ইয়াংস্টার লিয়ানা মানহা। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে নাচ ও গান।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রানো নেওয়াজ, অনিক রাজ , মিতু মাহমুদ কামরুল ইসলাম, শিশু শিল্পী লিয়ানা এবং বাংলাদেশ থেকে আগত শিল্পী টিনা রাসেল , অংকন ইয়াসমিন ও প্রতিক হাসান ।