শনিবার   ১৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ৫ ১৪৩২   ২০ শাওয়াল ১৪৪৬

নরসিংদী জেলা সমিতির সভাপতি হারুন ও সাধারণ সম্পাদক হাবিব

আজকাল ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:২৯ পিএম, ৭ ডিসেম্বর ২০২৪ শনিবার

 

 

নরসিংদী জেলা সমিতির নির্বাচনে সভাপতি পদে মোঃহারুন অর রশীদ ও সাধার সম্পাদক পদে হাবিবুর রহমান হাবিব নির্বাচিত হয়েছেন। গত ২৪শে নভেম্বর ২০২৪ইং রবিবার জ্যামাইকাস্থ ফাগুনি রেস্টুরেন্টে নরসিংদী জেলা সমিতির নির্বাচনে আগামী ২০২৫ইং মেয়াদের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মোঃহারুন অর রশীদ ও সাধার সম্পাদক পদে হাবিবুর রহমান হাবিব এর নেতৃত্বে কার্যকরী পরিষদের ২১টি পদের জন্য নমিনেশন ফর্ম জমা দেন। বিপরীতে অন্য কোন প্যানেল বা প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন উপরোল্লিখিত প্যানেলের সবাইকে বিজয়ী ঘোষণা করেন। বিজয়ী কার্যকরী পরিষদের অন্যন্যা সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান মুকুল, সহ-সভাপতি মোঃ তবিকুল ইসলাম তুহিন, বাবু সন্তোষ সাহা, তাজুল ইসলাম কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান ভূঁইয়া, কোষাধ্যক্ষ ওবায়েদুর রহমান ভূঁইয়া ইমন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ লুৎফর রহমান খাঁন, দপ্তর সম্পাদকা মোঃ কামাল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আসাদ উজ জামান বাবু, প্রচার সম্পাদক মোঃ ফারুক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা বেগম, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল আজিজ মুরাদ, কার্যকরী পরিষদের সদস্য আহসান হাবিব, মোঃ নাজমুল হোসেন, আলহাজ্ব সহন ভূইয়া, মোঃ বেলাল হোসেন, মোঃ তোফাজ্জল হোসেন কাজী বাবুল ও মোঃ জাহিদুল হক খান অরুন।
এ নির্বাচনে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। নির্বাচনটি সম্পন্ন করতে সংগঠনের পক্ষ থেকে ৩ জনকে নির্বাচন কমিশনের দায়িত্বে দেওয়া হইয়াছিল। এরা হলেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ মোয়াজ্জেম হোসেন, নির্বাচন কমিশনার জনাব বুরুজ আফ্রাদ ও মনিরা বেগম। নির্বাচনের সকল প্রক্রিয়ায় সংগঠনের সদস্যরা সার্বিকভাবে সহযোগিতা করায় নির্বাচন কমিশন ও সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)