কলকাতা ও ত্রিপুরার কূটনীতিককে ফেরত আনল বাংলাদেশ
আজকাল ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৬:৩২ পিএম, ৭ ডিসেম্বর ২০২৪ শনিবার
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও পশ্চিমবঙ্গের কোলকাতার উপহাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে ওই দুই মিশনের প্রধানকে ঢাকায় ফিরিয়ে আনল বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপহাইকমিশনার শিকদার মো. আশরাফুর রহমান এবং ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদকে গত মঙ্গলবার জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়। তিনি ঢাকায় ফিরে বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করেছেন। কোলকাতার উদ্ভূত পরিস্থিতি নিয়ে উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন তিনি। ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফুর রহমান ঢাকায় ফেরেন।
প্রসঙ্গত, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে এসব ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করে ভারতীয় কয়েকটি গণমাধ্যম। এরই পরিপ্রেক্ষিতে গত সোমবার ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি উগ্রবাদী সংগঠনের সমর্থকেরা আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা করে। তারা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে এবং মিশন প্রাঙ্গণে ভাঙচুর করে। এছাড়া ঙ্গের কোলকাতার উপহাইকমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রবাদীরা।
এ হামলার এক দিন পর নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানকার কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশে কিছু রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে।