রুহুল-জাহিদ প্যানেলের কৃতজ্ঞতা প্রকাশ
আজকাল ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৬:৩২ পিএম, ৭ ডিসেম্বর ২০২৪ শনিবার
ভোটারদের প্রতি আনুষ্ঠানিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটির নির্বাচনে পরাজিত রুহুল-জাহিদ প্যানেল। উডসাইডের কুইন্স প্যালেসে গত ২ ডিসেম্বর অনুষ্ঠিত রুহুল-জাহিদ প্যানেলের কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বিজয়ীদের। অনুষ্ঠান শুরুর পর নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ বিজয়ী সেলিম-আলী প্যানেলের অনেকেই আসতে থাকেন। তাদের মঞ্চে ডেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উভয়েই বাংলাদেশ সোসাইটিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরাজিত হবার পর কৃতজ্ঞতা প্রকাশের নজির বাংলাদেশি কমিউনিটিতে বিরল। কিন্তু সেই ধারাকে পেছনে ফেলে নেতৃত্বের কোন্দল এবং নানান অনৈক্যে নিউইয়র্কে বাংলাদেশি সংগঠনগুলোতে ভাঙন নিত্য দিনের খবর। সেই ভাঙনের মাঝে ঐক্যের প্রতীক হয়ে এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে নিউইয়র্কে বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক।
নির্বাচন এলেই দেখা দেয় রেষারেষি এবং কাদা ছোঁড়াছুড়ি। নির্বাচনের পর মুখ দেখাদেখি বন্ধ থাকে অনেকদিন। কিন্তু এবছর বাংলাদেশ সোসাইটির নির্বাচনের পর দৃশ্যপট একেবারেই ভিন্ন ছিল। গত ২৭ অক্টোবর রোববার অনুষ্ঠিত নির্বাচন শেষে ফল ঘোষণার পর বিজয়ী ও বিজিত প্রার্থীরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। বিজিতরা অংশ নিয়েছেন বিজয় সমাবেশে। অঙ্গীকার করেছেন একসঙ্গে কাজ করার।
গত সোমবার কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানে রুহুল-জাহিদ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব জে মোল্লা সানির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি আতোয়ারুল আলম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির বিদায়ী সভাপতি মোহাম্মদ রব মিয়া, নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম, বিদায়ী সাধারণ সম্পাদক ও রুহুল-জাহিদ প্যানেলের সভাপতি প্রার্থী মো. রুহুল আমিন সিদ্দিকী, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, নবনির্বাচিত সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, রুহুল-জাহিদ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদ মিন্টু, জালালাবাদ অ্যাসোসিয়েশনের একাংশের সভাপতি মইনুল ইসলাম, বুরহান উদ্দিন কফিল প্রমুখ।
অনুষ্ঠানে বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের একাংশের সাবেক সভাপতি শাহীন কামালী ও বর্তমান কোষাধ্যক্ষ ময়নু জামান চৌধুরী, কবি গৌছ খান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট টি মোল্লা, মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।