কৃষিবিদদের মিলনমেলা অনুষ্ঠিত
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ৭ ডিসেম্বর ২০২৪ শনিবার

নিউইয়র্কে অবস্থানরত প্রবাসী কৃষিবিদদের প্রাণের অনুষ্ঠান পারিবারিক মিলনমেলা সাড়ম্বরে অনুষ্ঠিত হলো গত ১৬ নভেম্বর শনিবার কুইন্সে অবস্থিত আগ্রা প্যালেসে। বাংলদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব্ ইউএসএ এর আয়োজনে এই মহতী অনুষ্ঠানে প্রায় ষাট জন কৃষিবিদ যোগ দেন। পরিবার এবং অতিথি নিয়ে মোট অংশগ্রহণকারীর সংখ্যা পৌনে দু’শ ছাড়িয়েছিল।
সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে এগারটা পর্যন্ত ৩পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মাঝে ৪৫ মিনিটের আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক সম্পাদক কৃষিবিদ মলয় বিশ্বাস এবং সহ- সাংস্কৃতিক সম্পাদক কৃষিবিদ দিলারা আফরোজ লিপির সঞ্চালনায় কৃষিবিদ পরিবারের সন্তান-সন্ততিদের নিয়ে কচি-কাঁচার আসরের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় যাতে সংগীত, যন্ত্র সংগীত এবং নাচ পরিবেশন করে রিশান শর্মা, রিদ্ধি শর্মা,আনুষ্কা তরফদার,অনোরা সরকার, সনৎ কুন্ডু, সুপর্ণ কুন্ডু দেবযানী বর্মন, শুদ্ধ সরকার, সাবর্ণী সেনগুপ্ত, সংযুক্তা সেনগুপ্ত, সায়নী নন্দী, শ্রেয়শী মন্ডল ও অদ্রিজা বিশ্বাস।
তার ঠিক পরেই সংগঠনের সাধারণ সম্পাদক কৃষিবিদ সুভাষ মন্ডলের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি কৃষিবিদ কাজী গোলাম মোস্তফার শুরু হয় আলোচনা অনুষ্ঠান যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ প্রফেসর ডঃ এম রফিক উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ডঃ প্রদীপ রঞ্জন কর। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কৃষিবিদ শওকত আনোয়ার, কৃষিবিদ এস এম ইমদাদুল ইসলাম, কৃষিবিদ ডঃ রেজাউল করিম, কৃষিবিদ ডঃ বিশ্বনাথ মিত্র ও কৃষিবিদ মশিউর রহমান।
অনুষ্ঠানে বক্তাগণ প্রবাসে অবস্থানরত কৃষিবিদগণ কিভাবে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখছেন এবং এই এলামনাই এসোসিয়েশনের মাধ্যমে নবাগত কৃষিবিদগণ কিভাবে উপকৃত হচ্ছেন এ ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন রেবেকা ভাবী এবং সংগীত পরিবেশন করেন শওকত ভাবী, কৃষিবিদ বাবুল সরকার, কৃষিবিদ মাহমুদ ইসলাম, কৃষিবিদ শাহনাজ ইসলাম,ডাঃ শর্মিষ্ঠা দাস মৌ এবং কৃষিবিদ মলয় বিশ্বাস। সাংস্কৃতিক অনুষ্ঠানের তৃতীয় পর্যায়ে জনপ্রিয় শিল্পী রোকসানা মির্জা অত্যন্ত জমজমাট সংগীত পরিবেশন করে দর্শকদের নাচে-গানে মাতিয়ে রাখেন। কৃষিবিদদের এই পারিবারিক মিলনমেলা যেন পরিণত হয়েছিলো বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিময় জীবনের মধুর সময়ে ফিরে যাওয়ার এক অনন্য আনন্দ মেলায়। ( প্রেস বিজ্ঞপ্তি)