মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

নভেম্বরে ব্যাটারি চালিত যানের কারণে দূর্ঘটনা বেড়ে ৪২৫১

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:২৫ এএম, ৮ ডিসেম্বর ২০২৪ রোববার

ব্যাটারি চালিত যানের কারণে দূর্ঘটনা বেড়ে চার হাজার ২৫১, আহত হয়েছেন চার হাজার ৭৭৪ জন ও মৃত্যু হয়েছে ৪৫৫ জনের।

শুক্রবার (৬ ডিসেম্বর) ঢাকার তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় ‘সেভ দ্য রোড’।

সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব শান্তা ফারজানা জানান, সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের সক্রিয়তায় চালক-পথচারি ও যাত্রী সাধারণের মধ্যে সচেতনতা-সাবধানতার কারণে ২০২৪ সালের অক্টোবর মাস পর্যন্ত দূর্ঘটনা স্বাভাবিক থাকলেও নভেম্বর মাসে সারা দেশে ব্যাটারি চালিত যানবাহনের বিশৃঙ্খলতার কারণে দূর্ঘটনা বেড়েছে। ২০২৪ সালের ১-৩০ নভেম্বর পর্যন্ত শুধু ব্যাটারি চালিত যানবাহনে ছোট-বড় দূর্ঘটনা ঘটেছে এক হাজার ৮০৪ টি। এতে আহত হয়েছেন দুই হাজার ২৯১ এবং মৃত্যুবরণ করেছেন ১৭৩ জন। ৮৬৬টি বাস দূর্ঘটনায় আহত হয়েছেন ৯৬৯ ও নিহত হয়েছেন ১৮০ জন। ৬২৬টি ট্রাক দূর্ঘটনায় আহত হয়েছেন ৭০৩ ও নিহত হয়েছেন ৭৮ জন।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ৯৫৫টি মোটর বাইক দূর্ঘটনায় এক হাজার ১১ জন আহত ও ৮০জন নিহত হয়েছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘২০০৮ সালে আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আত্মপ্রকাশের পর থেকে গেল ১৬ বছর ধরে গবেষণা-সচেতনতা ও স্বেচ্ছাসেবি সংগঠন হিসেবে কাজ করছে সেভ দ্য রোড। প্রতি মাসের প্রতিবেদন, গবেষণা ও সচেতনতামূলক কাজে চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায় ও জিয়াউর রহমান জিয়া বিশেষ ভূমিকা রাখছেন। গবেষণা সেলের তত্বাবধায়নে দৈনিক যুগান্তর, দৈনিক দেশ রূপান্তর, দৈনিক দিনকাল, দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, দৈনিক কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, দৈনিক জনকন্ঠ, দৈনিক কালবেলাসহ ১৭ টি জাতীয় দৈনিক, আরটিভি, জিটিভি, যমুনা নিউজ, মাসরাঙ্গা, এটিএন বাংলাসহ ২০টি টিভি-চ্যানেল, জাগো নিউজ, বাংলা নিউজ, বিডিনিউজসহ ২২টি নিউজ পোর্টাল এবং স্থানিয় প্রত্যক্ষদর্শী সেভ দ্য রোডেরর স্বেচ্ছাসেবিদের দেয়া তথ্যানুসারে এই প্রতিবেদন দুর্ঘটনামুক্ত পথের জন্য তৈরি করা হয়েছে।’

সেভ দ্য রোডের পক্ষ থেকে আরো জানানো হয়, ১-৩০ নভেম্বর পর্যন্ত নৌপথ দুর্ঘটনা ঘটেছে ৬৭টি, এতে আহত ৯৭ জন ও নিহত হয়েছেন চারজন। রেলপথ দুর্ঘটনা ঘটেছে ৬৯টি, এতে আহত ১০২ ও নিহত হয়েছে ১৮ জন। আকাশপথে কোন দুঘটনা না ঘটলেও বিমানবন্দরের অব্যবস্থাপনার কারণে সাধারণ যাত্রীদের একটি বড় অংশ শারিরীক ও মানষিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।