রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

সিরিয়া সীমান্তে বাফার জোন দখল করার নির্দেশ নেতানিয়াহুর

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:১৭ এএম, ৯ ডিসেম্বর ২০২৪ সোমবার

সিরিয়া সীমান্তে বাফার জোন দখল করার নির্দেশ দিয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (৮ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল অধিকৃত এবং সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির মধ্যে জাতিসঙ্ঘের টহলদার একটি বাফার জোন রয়েছে। ওই এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এ সময় তিনি তার বাহিনীকে ওই জোন দখল করার নির্দেশ দেন।

নেতানিয়াহু বলেন, সিরিয়ার সাথে ১৯৭৪ সালের একটি বিচ্ছিন্ন চুক্তি হয়েছিল। বাশার সরকারের পতনের মধ্য দিয়ে ওই চুক্তিও বাতিল হয়ে গেছে। সেজন্য সামরিক বাফার জোন ও তার কাছাকাছি স্থানগুলোর দখলের নির্দেশ দেন বাহিনীকে।

এ সময় তিনি আরো বলেন, আমরা কোনো শত্রুকে আমাদের সীমান্তে প্রতিষ্ঠিত হতে দেব না।

সূত্র : আল জাজিরা