মহান বিজয় দিবসে সম্পাদকের শুভেচ্ছা
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৫১ এএম, ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালে বাঙালি জাতি পাক হানাদার বাহিনীর বর্বর হামলার বিরুদ্ধে রুখো দাঁড়িয়েছিল। ছিনিয়ে এনেছিল লাল সবুজের বিজয় পতাকা। সমগ্র বাঙালি জাতির গর্ব ও অহংকারের দিন ১৬ ডিসেম্বর। গর্বিত এই দিনটির জন্য সারা দেশের মানুষ বছরব্যাপি অপেক্ষায় থাকেন। প্রবাসি বাংলাদেশিরা এদিনটি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপন করে থাকেন। মহান বিজয় দিবসে নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক আজকালের সম্পাদক ও প্রকাশক হিসেবে আমি শাহ নেওয়াজ সকল সম্মানিত পাঠক, বিজ্ঞাপনদাতা এবং অগণিত শুভান্যুধায়িদের শুভেচ্ছা জানাচ্ছি। ‘আমরা প্রবাসে আমাদের মাতৃভূমির লাল সবুজের এই পতাকার মর্যাদা শীর্ষে তুলে ধরবো। দুর্বার গতিতে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ।’
টানা নয় মাস মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয়। প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে অকাতরে প্রাণ দিয়েছেন লাখ লাখ ছাত্র-জনতা এবং আপামর জনগণ।
বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিরা দিবসটি উদযাপনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে। আয়োজন করেছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। কমিউনিটির সকল আয়োজনের সফলতা কামনা করছি। বাংলাদেশ দির্ঘজীবি হোক।