যুবলীগ নেতার ফিলিং স্টেশনের ট্যাংকে মিলল শিশুর লাশ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১০:২১ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি ফিলিং স্টেশনের পরিত্যক্ত তেলের ট্যাংক থেকে জুনায়েদ (১২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল রবিবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস হাসাড়া এলাকায় ফিলিং স্টেশনের ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করে। নিহত জুনায়েদ স্থানীয় নয়াপাড়া এলাকার নুর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাব্বির আহমেদ নাসিমের মালিকানাধীন ফিলিং স্টেশনটি প্রায় ১ মাস ধরে বন্ধ ছিল। এটি পুনরায় চালু করার জন্য ট্যাংক পরিষ্কারের কাজ চলছিল। পাম্পে কাজ করার সময় জুনায়েদের মরদেহ ট্যাংকের ভেতরে দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে। তবে কীভাবে জুনায়েদের মরদেহ তেলের ট্যাংকিতে আসলো সে বিষয় নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে উদ্ধার কাজে করার সময় রাত ১০টার দিকে ট্যাংকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে রাসেল (২২) নামের এক দমকলকর্মীসহ ৫ জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশিকা কবির বলেন এ ঘটনায় আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। একজন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আবুল কাল আজাদ জানান, তেলের ট্যাংকে শিশু মরদেহ রয়েছে—খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করি।
এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফিলিং স্টেশনের কাউকে পাওয়া যায়নি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউয়ুম উদ্দীন চৌধুরী বলেন, জুনায়েদের মরদেহ পাওয়া গেলেও রাহাতকে এখনো পাওয়া যায়নি। মৃতদেহটি সেখানে গেল কীভাবে এবং কী ঘটেছিল সে তদন্ত করা হচ্ছে।