খালেদা লন্ডন যাচ্ছেন ২৯ ডিসেম্বর
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:০১ এএম, ২১ ডিসেম্বর ২০২৪ শনিবার

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী ২৯ ডিসেম্বর চিকিৎসার জন্যে বিদেশ রওনা হতে পারেন। তিনি প্রথমে লন্ডন গিয়ে পুত্র তারেক রহমানের সঙ্গে দেখা করবেন। তারপর তিনি চিকিৎসার জন্যে যুক্তরাষ্ট্র যাবেন বলে ধারণা করা হচ্ছে। সাবেক এই প্রধানমন্ত্রী কিডনীসহ নানা জটিলতায় ভুগছেন। তার এসব রোগের উন্নত চিকিৎসা যুক্তরাষ্ট্র ও জার্মানীতে সম্ভব বলে চিকিৎসকরা বলছেন।
সম্প্রতি বেগম জিয়ার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলে বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা দলের এক সমাবেশে সশরিওে উপস্থিত হয়ে ভাষণ দেবেন বলে প্রস্তুতি নেয়া হচ্ছিল। কিন্তু হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত করা হয়। খালেদা জিয়া ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভিসা সংগ্রহ করেছেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর বেগম জিয়া বিদেশ যাবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু তার আরও কয়েকটি মামলা থাকায় ফেব্রুয়ারির আগে তিনি দেশে ফিরতে পারছেন না। এরিমধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও অবনতি হতে পারে এমন আশঙ্কায় তাকে দ্রুত বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার প্রস্তুতি নেওয়া হয়েছে।