প্রতিক্রিয়া
মোদীর ইতিহাস বিকৃতি নিন্দনীয়
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:০২ এএম, ২১ ডিসেম্বর ২০২৪ শনিবার
জন জে কলেজের অধ্যাপক, লেখক ও যুক্তরাষ্ট্র প্রবাসী ড. আবেদীন কাদের এক প্রতিক্রিয়ায় বলেছেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ষোল ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে যে বিবৃতি দিয়েছেন তা শুধু ইতিহাসের বিকৃতিই নয়, সত্যের অপলাপও। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধারা পাকিস্তান হানাদার বাহিনীকে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন করে। এই বিজয় ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ও দুই লক্ষের অধিক মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়। এই যুদ্ধে সহায়ক শক্তি ছিল ভারতীয় সেনাবাহিনী। কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী তার বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনীর প্রতিশ্রদ্ধা জানিয়ে এটাকে পাক-ভারত যুদ্ধ হিসেবে বিবৃত করেন। যা অসত্য ও ইতিহাস বিকৃতি। এটা ঘৃণ্য। আমি এর নিন্দা জানাই।
জ্বনাব কাদের বিজয় দিবস নিয়ে বাংলাদেশের অবস্থানেরও সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টাও দেশের বিজয় দিবসে তার ভাষণে ইতিহাসকে বিকৃত করেছেন। তিনি তার ভাষণে একবারের জন্যও এই স্বাধীনতা যুদ্ধের মহানায়ক ও জাতির পিতা বঙ্গবন্ধুর নাম উল্লেখ করেন নি। এই ভাষণ ইতিহাসের অপলাপ, নিন্দনীয় ও পরিত্যাজ্য! এটা ছাড়াও মোহাম্মদ ইউনুস ইতোমধ্যেই এমন কিছু মন্তব্য করেছেন রাষ্ট্রের সরকার প্রধানের গদিতে পাকেচক্রে আসীন হয়ে বা এমন দুয়েকটি গুরুত্বপূর্ণ বক্তৃতাও দিয়েছেন যেখানে তিনি নিজের ‘ক্ষুদ্রতা’ ইতিহাসের বুকে অবিকল রেখে গেলেন। বিজয় দিবসের এই বক্তৃতায় ‘বিজয়’ কবে হয়েছিলো, কারা এতে জড়িত ছিলেন, এসব ইতিহাসের কিছু তথ্য বিষয়ে তিনি ইচ্ছাকৃতভাবে বিস্মৃত ছিলেন! অনেকে তাঁকে রেয়াত দেয়ার জন্য হয়তো বলবেন এটা তাঁর অজ্ঞতা, কিন্তু মনে রাখা জরুরি ইতিহাস বিষয়ে ‘অজ্ঞতা’ ইতিহাসকে মুছে দেয় না।