জন্মদিনে ভালোবাসায় সিক্ত আলম
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৯:২৫ এএম, ২১ ডিসেম্বর ২০২৪ শনিবার
জন্মদিনে প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হলেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। ১৮ই ডিসেম্বর বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কুইন্স প্যালেসে শুভাকাক্সক্ষীদের উদ্যোগে আয়োজিত জন্মদিন পরিনত হয় শিল্পী সমাজ ও কমিউনিটির মানুষের মিলন মেলায়। এতে বন্ধু, শুভাকাঙ্খী, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দসহ সবার ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।
লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আহসান হাবীব ও অনিক রাজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাসায়ী শাহ নেওয়াজ, কণ্ঠশিল্পী রানো নেওয়াজ, রিয়েলটর নুরুল আজিম, আব্দুর রশিদ বাবু, খায়রুল ইসলাম খোকন, মোস্তাকিম বিল্লাহ, রাবু বিল্লাহ, নায়ক জায়েদ খান, আশরাফুল আলম খোকন, জ্যামাইকায় কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবীব, মোহাম্মেদ খালেক, মাকসুদ এইচ চৌধুরী, শাহ জে চৌধুরী, একেএম ফজলুল হক, ময়নুজ্জামান চৌধুরি, আমিন মেহেদি বাবু প্রমুখ।
বিশিষ্ট ব্যাসায়ী শাহ নেওয়াজ জন্মদিনে শুভেচ্চা জানিয়ে বলেন, আলমগীর খান আলম আমাদের পরিবারেরই একজন। আমরা সবসময় সুখে দুখে পাশে আছি। তার উত্তোরোত্তর সাফল্য কামনা করি।
অনুষ্ঠানে বক্তব্যের মজার ছলে অনকেই তার কাছে বয়স জানতে চাইলে আলমগীর খান আলম বয়স সবসময় রহস্যময় থাকতে চান জানিয়ে বলেন, আমি সকলের ভালোবাসায় সিক্ত এবং প্রবাসের সকল শুভাকাক্সক্ষীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা সবমময় আমার পাশে ছিলেন।
অনুষ্ঠানে প্রবাসী এবং দেশ থেকে ভ্রমণে আসা শিল্পীরা উপস্থিত হয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠঅনের শেষের দিকে কেক কাটা হয়। এরপর গান পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় কন্ঠশিল্পী রানো নেওয়াজ, কামরুজ্জামান বকুল, শাহ মাহবুব, রেশমি মির্জা, অঙ্কন, নাজু আখন্দ ও অনিক রাজ।
আলমগীর খান আলম ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) সিটি ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে বেছে নিয়েছেন সংস্কৃতির জগতকে। শো টাইম মিউজিক ব্যানারে তৈরি করেন প্রমোটার প্রতিষ্ঠান। প্রবাসে তিনি এনআরবি এওয়ার্ড এবং ঢালিউড এওয়ার্ড দিয়ে প্রবাসে দেশের সংস্কৃতিকে তুলে ধরছেন। এছাড়া ঢালিউডের বাইরেও বলিউডেও শো টাইম এবং আলমগীর খান আলমের নাম সমান তালে সমাদৃত।