রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১   ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই’র অভিষেক অনুষ্ঠিত

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৯:৩৫ এএম, ২১ ডিসেম্বর ২০২৪ শনিবার


 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর অভিষেক ও বিজয় দিবস উদযাপন হয়েছে গত ১৫ ডিসেম্বর। কুইন্স প্যালেসে অনুষ্ঠানটি জাকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ।
বিজয় দিবস ও অভিষেক অনুষ্ঠানের আহ্বায়ক নুরুন্নাহার গিনি ও সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান, নবনির্বাচিত সভাপতি ফতেনূর আলম বাবু , সাধারণ সম্পাদক শাহ আল শফি আনসারীর স্বাগত বক্তব্যের পর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় । শপথ পাঠ করান সংগঠনটির সম্মানিত উপদেষ্টা মুহম্মদ ফজলুর রহমান।
শপথ অনুষ্ঠানের পর সভাপতি ফতেনূর আলম বাবুর সভাপতিত্বে  সাধারণ সম্পাদক শাহ আল শফি আনসারী ও যুগ্ম সাধারণ সম্পাদক অনুষ্ঠানটির সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান অনুষ্ঠান পরিচালনা করেন। বক্তব্য রাখেন  খালেদ মুহিউদ্দীন ,একেএম সাইফুল আলম প্রিন্স মুহাম্মদ ফজলুর রহমান, হোসনে আরা বেগম, সৈয়দ আব্দুর রহিম দুদু , আলী হাসান কিবরিয়া অনু , শাহীন খান , সাইদুর রহমান ডন, আহসান উল্লাহ ফিলিপ , এজাজ আহমেদ , আতাউর রহমান, মুজাহিদ আনসারী , শাহ মোহাম্মদ বকতিয়ার , ওয়াহিদুজ্জামান চৌধুরী রাব্বি, আকলিমা রানা চৌধুরী।
 এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি সাঈদা আক্তার লিলি ,নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল সরকার , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর সাবেক সভাপতি ও  শিল্পী আক্তার আহমেদ রাশা , সভাপতি শামিম আরা বেগম, সাধারণ সম্পাদক তামান্না শবনম পাপড়ি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি নিহার । এছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের সভাপতি আশরাফুল আলম , উপদেষ্টা মাসুদুল ইসলাম লিপু , শেখ আল মামুন (মামুন টিউটোরিয়াল), রেদোয়ান রাজ্জাক , ইঞ্জি. আব্দুল খালেক ।