গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ ৩২ ফিলিস্তিনির মৃত্যু
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ২২ ডিসেম্বর ২০২৪ রোববার
উত্তর গাজার দুটি হাসপাতাল এবং একটি আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় শিশুসহ ৩২ ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে।
গাজার কামাল আদওয়ান হাসপাতালসহ নিকটবর্তী আল-আওদা হাসপাতালেও হামলা চালানো হয়। হাসপাতালের ভেতরে ও আশপাশের লোকজনকে আগেই সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও, সামরিক আক্রমণের পর ওই এলাকা ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়। খবর আল জাজিরা
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, হাসপাতালের পাশাপাশি গাজা সিটির একটি স্কুল-আশ্রয়কেন্দ্রেও হামলা চালানো হয়। বিমান হামলায় কমপক্ষে ৮জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্য এক পৃথক হামলায় আরও ৯ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৪ জন শিশু রয়েছে।
ইসরায়েলে হুথি বিদ্রোহীদের একটি মিসাইল আঘাত হানার পরপরই মার্কিন সামরিক বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় আক্রমণ চালিয়েছে। তেল আবিব-জাফা এলাকায় মিসাইল হামলায় ১৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
৭ অক্টোবর, ২০২৩ থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৪৫,২৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১০৭,৬২৭ জন আহত হয়েছেন। একই দিনে হামাসের নেতৃত্বে পরিচালিত আক্রমণে ইসরায়েলে ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি মানুষ বন্দি হন।