সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪   পৌষ ৮ ১৪৩১   ২১ জমাদিউস সানি ১৪৪৬

নিজেদের বিমান ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:০১ পিএম, ২২ ডিসেম্বর ২০২৪ রোববার

লোহিত সাগরের আকাশে উড়তে থাকা নিজেদের একটি যুদ্ধবিমান ভুলবশত গুলি করে ভূপাতিত করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন এফ/এ-১৮ হর্নেট বিমানটিতে দুজন পাইলট ছিলেন। গুলিতে ভূপাতিত হওয়ার সময় তারা বেরিয়ে পড়েন।

রোববার ভোররাতের এ ঘটনা ঘটে। খবর বিবিসি ও রয়টার্স।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বিবৃতিতে জানিয়েছে, স্পষ্টত প্রতীয়মান, নিজেদের ছোড়া গুলির (ফ্রেন্ডলি ফায়ার) ঘটনার পর দুজন পাইলটকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিমানটি রণতরী হ্যারি এস. ট্রুম্যান থেকে উড্ডয়ন করেছিল। রণতরী বহরের একটি ক্ষেপণাস্ত্রবাহী পাহারাদার যুদ্ধজাহাজ গেটিসবার্গ ‘ভুলবশত’ হর্নেট বিমানটিকে লক্ষ্য করে গুলি করে আর সেটি আঘাতপ্রাপ্ত হয়।

গাজা যুদ্ধ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই সামরিক তৎপরতার কারণে লোহিত সাগর উত্তপ্ত হয়ে ওঠে। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি মিলিশিয়ারা গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও সংলগ্ন জলপথ ধরে যাওয়া সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলোতে আক্রমণ শুরু করে। ইসরায়েল ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতেই তারা শুধু হামলা চালাচ্ছে বলে দাবি হুতিদের।

এসব হামলা থেকে তাদের বিরত রাখতে ও তাদের দমন করতে ইয়েমেনে হুতিদের বিভিন্ন অবস্থানে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। এসব ঘটনায় এক বছরের বেশি সময় ধরে চলা সামরিক তৎপরতায় লোহিত সাগর সরগরম।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার তারা লোহিত সাগরের আকাশে হুতিদের ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। একই সঙ্গে ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের ক্ষেপণাস্ত্র গুদাম ও কমান্ড-ও-কন্ট্রোল সেন্টারে বিমান হামলা চালিয়েছে।