নারায়ণগঞ্জে নাশকতা পরিকল্পনার অভিযোগে ২ মামলায় আসামি ১০৪
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:১৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর বিএনপির সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সম নূরুল ইসলাম, রশু, রোজেলকে পলাতক দেখিয়ে আরও ১০৪ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে এ মামলা দুটি করা হয়। ফতুল্লা মডেল এসআই মো. শাফীউল আলম ও মো. কামরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। মামলায় চারজনকে পলাতক ও ৬৫ জনকে গ্রেফতার এবং ৫৫ জনকে অজ্ঞাত দেখানো হয়েছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৮টি ককটেল ও ৩৫টি জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
ধৃত আসামিদের বরাত দিয়ে মামলায় উল্লেখ করা হয়েছে, মোল্লা সল্টের মালিক মো. খবির উদ্দিন মোল্লা এবং সুপার স্টার বাব্লের মালিক মো. ইব্রাহিমসহ ছয়জনের পৃষ্ঠপোষকতা ও অর্থায়নে নারায়ণগঞ্জে জামায়াত-শিবির সংগঠিত হচ্ছে এবং নাশকতামূলক কর্মকাণ্ড এবং গার্মেন্ট শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করে আসছে।
এ লক্ষ্যে গ্রেফতারকৃতরা মাসদাইর ঈদগাহর দক্ষিণ পাশে নারায়ণগঞ্জ ইসলামিয়া ফাযিল মাদরাসা এবং নয়ামাটির পাগলা হাইস্কুলে জিনিয়াস বৃত্তির অন্তরালে নাশকতার পরিকল্পনা নিয়ে জড়ো হয়েছিল।
ফতুল্লা মডেল থানার ওসি শাহ্ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।