একটা সম্পর্ক না থাকলে কী হবে, হাজারটা আসবে: টয়া
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার
ভালোবেসে ২০২০ সালে অভিনেতা শাওনের সঙ্গে সংসার পাতেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। প্রায় পাঁচ বছরের দাম্পত্য জীবন তার। এবার এই অভিনেত্রী জানালেন, জীবনে সুখী থাকার উপায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই টয়া বলেন, ‘বর্তমান সময়ে ভুল করলে অনেকে সম্পর্ক ভেঙে ফেলে। চারদিকে অনেক অপশন একটা সম্পর্ক না থাকলে কী হবে, হাজারটা আসবে-যাবে; এমন মনোভাব অনেকের থাকে। তবে ভুলগুলো মানিয়ে নিয়ে সংসার করতে পারাটাই সত্যিকার অর্থে সাফল্য।’
অভিনেত্রী আরও বলেন, ‘আল্লাহ আমাদের দিকে শুভদৃষ্টি রেখেছে, মাথায় হাত রেখেছে আমরা এখনও ভালো আছি। পরিবারের সদস্যরা আমাদের ভালোবাসে। আমরা একে অপরকে ভালোবাসি। আমাদের মধ্যে দোষ ত্রুটি আছে, আমরা অনেক ভুল করি। ইগোকে পাশে রেখে আমাদের সমস্যা সমাধান করি। দিনশেষে সবার এটা করা উচিত।’
বিরতির পর অভিনয়ে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা আমাকে এত বছর থেকে ভালোবাসেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি কাজ করছি না অনেক দিন থেকে। তারপরও আমাকে ভালোবেসে যাচ্ছেন। যারা আমাকে ভালোবেসে যাচ্ছেন তাদের জন্য আবারও অভিনয়ে ফিরে আসার চেষ্টা করছি।’
সবশেষে মুমতাহিনা চৌধুরী টয়ার ভাষ্য, ‘আমাদের পরিবার খুশি আমরা খুব আরাম-আয়েশে সংসার চালিয়ে যাচ্ছি। বিশেষ করে আমার পরিবারের সদস্যরা খুব হেল্পফুল। তারা আমাদেরকে খুব আরামে রেখেছে। সবদিক থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে।’