বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪   পৌষ ১১ ১৪৩১   ২৪ জমাদিউস সানি ১৪৪৬

৬ কারখানা বন্ধ করল এস আলম

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

 

চট্টগ্রামে ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করেছে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। আজ মঙ্গলবার কারখানায় বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।

ছয়টি কারখানা হলো এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড-নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

কারখানা বন্ধের নোটিশে স্বাক্ষর করেন এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন। নোটিশে উল্লেখ করা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত আগামীকাল বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে।

কারখানা বন্ধের নোটিশ দেখে তাৎক্ষণিক বিক্ষোভ করেন শ্রমিকেরা। তাদের সান্ত্বনা দিয়ে গ্রুপটির কর্মকর্তারা জানান, পরিস্থিতির উন্নতি হলে কারখানা ফের চালু হবে।