শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪   পৌষ ১২ ১৪৩১   ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪৩ এএম, ২৬ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার

ওমানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক যুবকের। নিহত মো. নয়ন (২৩) রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া এলাকার ১নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা মো. হোসেনের ছেলে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ওমানের স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দুকুমে এই দুর্ঘটনা ঘটে।

ওমানে কর্মরত নয়নের বড় ভাই রায়হান জানান, নয়ন একটি বোটে কাজ করার সময় পেছন থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে নয়নের বুকে গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দুকুম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ইব্রা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৪০ মিনিটের দিকে নয়ন মৃত্যুবরণ করে।

তিন বছর আগে কর্মের উদ্দেশ্যে নয়ন ওমানে যায়। দুই ভাই এক বোনের মধ্যে নয়ন ছিল দ্বিতীয়।