শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউস সানি ১৪৪৬

কাজাখস্তানে প্লেন বিধ্বস্ত

৩২ যাত্রী জীবিত উদ্ধার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫০ এএম, ২৬ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার

কাজাখস্তানে একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৩২ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এর আগে বুধবার দুপুরে এমব্রেয়ার যাত্রীবাহী প্লেনটি ৬২ জন যাত্রী এবং পাঁচজন ক্রু নিয়ে আজারবাইজান থেকে রাশিয়া যাওয়ার পথে আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হয়।  

কাজাখ কর্তৃপক্ষ জানিয়েছে, আজারবাইজান এয়ারলাইন্স পরিচালিত J2-8243 ফ্লাইটটি আকতাউ থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে জরুরি অবতরণ করার সময় আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা গেছে, প্লেনটি মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং কালো ধোঁয়া উড়তে থাকে। এ সময় কিছু যাত্রীকে রক্তাক্ত অবস্থায় প্লেনের অক্ষত অংশ থেকে বেরিয়ে আসতে দেখা গেছে।

কাজাখস্তানের জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, আগুন নিভিয়ে আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধারের কাজ চলছে এবং আহতদের মধ্যে দুজন শিশু রয়েছে।

দুর্ঘটনার কারণ এবং তদন্ত

আজারবাইজান এয়ারলাইন্স জানিয়েছে, প্লেনটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের রাজধানী গ্রোজনি যাচ্ছিল। কুয়াশার কারণে প্লেনটি আকতাউতে জরুরি অবতরণের চেষ্টা করে।

রাশিয়ার অ্যাভিয়েশন ওয়াচডগ প্রাথমিক তদন্তে জানিয়েছে, মূলত পাখির আঘাতের কারণেই পাইলট জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিলেন।

কাজাখ সরকার একটি তদন্ত কমিশন গঠন করেছে এবং আজারবাইজানের সঙ্গে যৌথভাবে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে।

এদিকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ দুর্ঘটনার খবর পেয়ে রাশিয়ায় অনুষ্ঠিত একটি সম্মেলন থেকে দ্রুত দেশে ফিরে এসেছেন। তিনি দ্রুত তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন।

শোক ও সমবেদনা

আজারবাইজানের ফার্স্ট লেডি মেহরিবান আলিয়েভা ইনস্টাগ্রামে লিখেছেন, আকতাউয়ের কাছে প্লেন দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

অন্যদিকে চেচনিয়ার নেতা রমজান কাদিরভ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্স-বার্তায় লিখেছেন, কাজাখস্তানের আকতাউয়ে আজারবাইজানের বিমান দুর্ঘটনার খবরে গভীর দুঃখ পেয়েছি। প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আজারবাইজানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা। পাকিস্তান এই শোকের সময়ে আজারবাইজানের পাশে রয়েছে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আলিয়েভকে ফোন করে সমবেদনা জানিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যারা নিজ প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি এবং যারা বেঁচে আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। সূত্র: রয়টার্স ও তাস