শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বড়দিনে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১২ এএম, ২৬ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার


ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে বড়দিনের সকালে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শহরটির মেয়র ইগর তেরেখভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এ তথ্য জানান।

তেরেখভ লেখেন, খারকিভ বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এখনও শহরের দিকে ধেয়ে আসছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আঞ্চলিক গভর্নর দাবি করেছেন, তাঁর হিসাব মতে, রাশিয়া অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে খারকিভে। হতাহতের সংখ্যা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

রাশিয়ার এই হামলা ইচ্ছাকৃত ও পরিকল্পিত উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, প্রতিটি বড় হামলার প্রস্তুতির জন্য সময় নেয় রাশিয়া। এটি কখনোই একটি স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নয়। শুধু লক্ষ্যবস্তু নয়, সময় ও তারিখেরও একটি সচেতন পছন্দ এটি।  পুতিন ইচ্ছাকৃতভাবে আক্রমণের জন্য বড়দিনকে বেছে নিয়েছেন। এর চেয়ে অমানবিক আর কী হতে পারে? ব্যালিস্টিকসহ ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন হামলা হয়েছে। তাদের লক্ষ্য আমাদের জ্বালানি অবকাঠামো। তারা ইউক্রেনে ব্ল্যাকআউটের জন্য যুদ্ধ করছে।

এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বুধবার দিনের প্রথম ভাগে ৫৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী। এদিকে ইউক্রেনীয় বিমানবাহিনীর দাবি, কৃষ্ণসাগর থেকে কালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। তবে তা কোথায় আঘাত হেনেছে, তা জানানো হয়নি।

সম্প্রতি পূর্ব ইউক্রেনে অভিযানের মাত্রা বাড়িয়েছে রাশিয়া। বিশ্লেষকরা বলছেন, জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে মস্কো যত বেশি সম্ভব ইউক্রেনীয় ভূখণ্ড দখল করতে চাচ্ছে। ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে এই যুদ্ধ থামিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তবে তিনি এখনও কোনো যুদ্ধবিরতি বা শান্তিচুক্তির শর্ত প্রস্তাব করেননি। রুশ সামরিক বাহিনীর দাবি, এ বছর ১৯০টিরও বেশি ইউক্রেনীয় বসতি দখল করেছে তারা। অপরদিকে, জনবল এবং গোলাবারুদের সংকটের মাঝে যুদ্ধ পরিচালনা করতে হিমশিম খাচ্ছে কিয়েভ।

রাশিয়ার কুরস্ক অঞ্চলে রুশ সেনাদের পাশাপাশি উত্তর কোরিয়ার সেনাদের উপস্থিতি ইউক্রেন যুদ্ধে এখনও বড় কোনো প্রভাব ফেলেনি। মঙ্গলবার ইউক্রেনের সামরিক গোয়েন্দা কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ইউক্রেনের মতে, প্রায় ৫০০ কর্মকর্তা ও তিনজন জেনারেলসহ ১২ হাজার উত্তর কোরীয় সেনা সীমান্তবর্তী কুরস্কে নিয়োজিত রয়েছেন। খবর রয়টার্স ও দ্য গার্ডিয়ানের।