অবৈধদের হেলথ বেনিফিট ও স্কুলে ভর্তি বন্ধ!
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩৩ এএম, ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার
ডোনাল্ড ট্রাম্প অবৈধদের বেনিফিট বন্ধ করার উদ্যোগ নিচ্ছেন। এতে কাগজপত্রহীনরা বড় একটি সমস্যায় পড়বে। যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলোতে অবৈধদের বেনিফিট প্রাপ্তিতে আইনগত শিথিলতা রয়েছে। এ সব বেনিফিটের মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, জরুরী খাদ্য সামগ্রী ও ছেলেমেয়েদের স্কুলে ভর্তির সুবিধা। চিকিৎসা সেবা প্রাপ্তি সবচেয়ে বড় একটি ইস্যু। মেডিকেইডের তহবিল আসে ফেডারেল ও স্টেটের কাছ থেকে। কেন্দ্রীয় সরকার মেডিকেইডের তহবিলে কড়াকড়ি আরোপ করলে স্টেটের পক্ষেও তা চালিয়ে নেয়া সম্ভব নয়। সেক্ষেত্রে কাগজপত্রহীন ইমিগ্রান্টরা হেলথ ইহ্নুরেন্স হারাবে।নিউইয়র্ক সিটি, শিকাগো, বোস্টন, ফিলাডেলফিয়া ও ডালাসের মতো শহরগুলোর স্কুলগুলোর শতকরা ১৫ থেকে ২০ ভাগ ছেলেমেয়েই কাগজপত্রহীন। এই ধরনের স্যানচুয়ারি সিটিগুলো ফেডারেল সরকারের সাহায্য না পেলে কাগজপত্রহীনদের ভর্তি করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প অবৈধদের ডিপোর্টেশনের পাশাপাশি সামাজিক এই বেনিফিটগুলো বন্ধ করে দেবার কথা বলছেন। ট্রাম্পের ধারণা এতে প্রতিবচল ৫৭ বিলিয়ন ডলার সাশ্রয় হবে।
ট্রাম্প প্রশাসনের একটি নিয়ম জনগণের জন্য ভিসা বা স্থায়ী-আবাসিক মর্যাদা পাওয়া আরও কঠিন করে তুলবে যদি তারা জনসাধারণের সহায়তা পান বা সম্ভবত এটির প্রয়োজন হয়। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলেছেন, নতুন নিয়মের অধীনে, অভিবাসন কর্মকর্তারা অভিবাসীদের ভিসা অস্বীকার করতে সক্ষম হবেন যদি তারা মেডিকেড, ফুড স্ট্যাম্প বা হাউজিং ভাউচারের মতো পাবলিক সুবিধাগুলি ব্যবহার করার "সম্ভাব্যতার চেয়ে বেশি" বলে মনে করা হয়। অভিবাসীরা যারা বৈধভাবে অস্থায়ী ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন এবং অতীতে এই ধরনের সুবিধার উপর নির্ভর করেছেন তাদেরও গ্রিন কার্ড পেতে আরও সমস্যা হতে পারে। যাকে পাবলিক-চার্জ রুল বলা হয়।