রোববার   ০৫ জানুয়ারি ২০২৫   পৌষ ২১ ১৪৩১   ০৫ রজব ১৪৪৬

ড. নুরুন্নবী’র নেতৃত্বাধীন বঙ্গবন্ধু পরিষদের বিবৃতি

আজকাল ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩৯ এএম, ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার


 

ড. নুরুন্নবী’র নেতৃত্বাধীন বঙ্গবন্ধু পরিষদের বিবৃতিতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও মুক্তিযোদ্ধাদের হেনস্থা করার জন্য ডঃ ইউনুসকেই দায়ি করা হয়েছে। এতে বলা হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও মুক্তিযোদ্ধাদের হেনস্থা করার জবাবদিহিতা তাকে করতে হবে।

স্বাক্ষরবিহীন এই বিবৃতিতে বলা হয়েছে, বাঙালী জাতির জীবনে সবচেয়ে গৌরবময় অধ্যায় আমাদের মহান মুক্তিযুদ্ধ। বীর মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান। তারা তাদের জীবন বাজি রেখে পরাধীনতার শৃংখল থেকে আমাদের মুক্ত করেছেন। জন্ম দিয়েছেন লাল সবুজের বাংলাদেশ। কিন্তু গভীর দুঃখের সঙ্গে আমারা লক্ষ্য করছি যে অবৈধ দখলদার ডঃ ইউনুস আর তার স্বাধীনতা বিরোধী জামায়েতি দোসররা অবৈধভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেই দেশের স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস এবং স্মৃতিচিহ্নগুলোকে মুছে ফেলার মিশন শুরু করেছে। যেন পাকিস্তানের পরাজিত হায়েনার একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে একাত্তরকেই খুবলে খাচ্ছে। এরই ধারাবাহিকতায় জাতির শ্রেষ্ঠ সন্তান  বীর মুক্তিযোদ্ধাদের উপর শুরু হয়েছে পরিকল্পিত অপমান আর অসম্মান ।  সর্বশেষ কুমিল্লার চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় ছুরি ধরে জুতার মালা পড়িয়ে গ্রাম থেকে চলে যেতে বাধ্য করা হয়।


একাত্তরের গনহত্যাকারী দল জামায়েতকে সাথে নিয়ে ডঃ ইউনুস ক্ষমতা দখল করার শুরু থেকেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়ী পোড়ানো থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সব স্মৃতিচিহ্ন মুছে ফেলার সে অশুভ প্রয়াস চালাচ্ছে, খেতাবধারী বীর মুক্তিযোদ্ধাদের  বিভিন্নভাবে হেনস্থা ও অপমান করা সেই ধারাবাহিকতারই অংশ। এই সকল দেশ ও স্বাধীনতা বিরোধী ঘৃণ্য কর্মের জন্য ডঃ ইউনুসকে জাতির কাছে অবশ্যই একদিন জবাবদিহি করতে হবে।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ এবং এর সকল অঙ্গরাজ্য শাখার পক্ষ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলুন্ঠিত করার অপচেষ্টা এবং বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।