ভারত হবে বৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:১৯ এএম, ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার
পৃথিবী মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন,জুইশ,জরাথুস্ট্রবাদ ও শিখ ধর্মসহ বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। ২০৫০ সালের মধ্যে কোন দেশে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা থাকবে তা কী জানেন? পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে- ২০৫০ সালের মধ্যে ভারত ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। ‘দ্য ফিউচার অফ ওয়ার্ল্ড রিলিজিয়ন্স: পপুলেশন গ্রোথ প্রজেকশনস’ ২০১০-২০৫০ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে দ্বিতীয় সর্বোচ্চ মুসলমান থাকবে (২৭৩ মিলিয়ন)।
উচ্চ প্রজনন হারের কারণে ভারতে মুসলিম জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। ২০১০ সালে, মুসলমানরা মোট জনসংখ্যার ১৪.৪% ছিল এবং ২০৫০ সালের মধ্যে এটি ১৮.৪% এ উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে যে- ভারতের হিন্দু জনসংখ্যা ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া এবং বাংলাদেশসহ বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলির মুসলিম জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেদনে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে ভারতের খ্রিস্টান জনসংখ্যা, যা বর্তমানে মোট জনসংখ্যার ২.৫ শতাংশ, ২০৫০ সালের মধ্যে ২.৩ শতাংশে নেমে আসবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে হিন্দুরা বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হবে। ২০৫০ সালের মধ্যে ভারতে ৩১ কোটি মুসলমান থাকবে। যা বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যার ১১% হবে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে- ভারতে বৃহত্তম হিন্দু জনসংখ্যা অব্যাহত থাকবে, যা ১.০৩ বিলিয়ন হয়ে উঠবে। বর্তমানে ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা রয়েছে।
পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় বলা হয়েছে, ক্রমবর্ধমান মুসলিম জনসংখ্যার প্রধান কারণ হল অল্প বয়স এবং উচ্চ প্রজনন হার। মুসলমানদের গড় বয়স ২২ বছর, যেখানে হিন্দুদের ২৬ বছর এবং খ্রিস্টানদের ২৮ বছর। ভারতে মুসলিম নারীদের গড়ে নারী প্রতি ৩.২ সন্তান, হিন্দু নারীদের ২.৫ সন্তান এবং খ্রিস্টান নারীদের গড়ে ২.৩ সন্তান রয়েছে।
পিউ রিসার্চ সেন্টার আরেকটি প্রতিবেদনে উল্লেখ করেছে যে, মুসলমানরা বিশ্বব্যাপী দ্রুততম ক্রমবর্ধমান ধর্মীয় গোষ্ঠী। মুসলিম জনসংখ্যা বিশ্ব জনসংখ্যার তুলনায় দ্রুত হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে, খ্রিস্টধর্মের পরে ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম, তবে এটি এখন দ্রুততম ক্রমবর্ধমান প্রধান ধর্মও। বর্তমান জনতাত্ত্বিক প্রবণতা অব্যাহত থাকলে, এই শতাব্দীর শেষের দিকে মুসলিম জনসংখ্যা খ্রিস্টানদের চেয়ে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। ২০১০ সালের মধ্যে, বিশ্বব্যাপী ১.৬ বিলিয়ন মুসলমান ছিল, যা বিশ্বের জনসংখ্যার প্রায় ২৩% প্রতিনিধিত্ব করে।
আগামী কয়েক দশকে বিশ্বব্যাপী জনসংখ্যা ৩৫% বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে, মুসলমান জনসংখ্যা ৭৩% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে ২.৮ বিলিয়ন পৌঁছে যাবে। বিশ্বব্যাপী বেশিরভাগ মুসলমান এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাস করে, যা ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরান এবং তুরস্কের উল্লেখযোগ্য জনসংখ্যাসহ বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যার প্রায় ৭২%। বর্তমানে, ইন্দোনেশিয়ায় বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যা রয়েছে। তবে, ২০৫০ সালের মধ্যে ভারত ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে, যেখানে ৩১০ মিলিয়ন মুসলমান এই সম্মান অর্জন করবে।