রোববার   ০৫ জানুয়ারি ২০২৫   পৌষ ২১ ১৪৩১   ০৫ রজব ১৪৪৬

ভারতের ‘কিং শেফ’ এ্যাওয়ার্ড পেলেন খলিলুর রহমান

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:২৭ এএম, ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার


 
ভারতের ‘দ্যা কিং শেফ’এ্যাওয়ার্ড পেলেন খলিল বিরিয়ানি হাউসের স্বত্বাধিকারী শেফ খলিলুর রহমান খলিল। গত ২০ ডিসেম্বর রাত ৮টায় গুজরাটের গান্ধীনগর হেলিপ্যাড গ্রাউন্ডে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এই এ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।ইন্টারন্যাশনাল প্লাটফর্মে তার সাথে আরো পুরস্কার পেয়েছেন রয় লেসমান (জাকার্তা)এবং শেফ আম্মার মল্কি (বৈরুত)।


ইন্ডিয়ান ফেভারেট শো “খাদ্য খোরাক” প্রতি বছর এই এ্্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে থাকে।  প্রতিষ্ঠানটি গত ১৯ থেকে ২২ ডিসেম্বর এক ফুড এক্সিবিশনের আয়োজন করে।২০ ডিসেম্বর ছিলো এই এ্যাওয়ার্ড অনুষ্ঠান।


এই অনুষ্ঠানে আরো যারা এ্যাওয়ার্ড পেয়েছেন তারা হলেন শেফ অনিরুদ্ধ শেটি (দিল্লী),শেফ বিনোদ ভাট্টি (বেঙ্গালুর),শেফ ব্রিজেস পান্ডে (আহমেদাবাদ),শেফ সাইরিল ক্লিমেন্ট (হায়দ্ররাবাদ),মাস্টার শেফ লরেন্স গোমেজ (পুনে),শেফ অর্পন সিং(মধ্য প্রদেশ),শেফ হেমন্ত হান্দোরি(মুম্বাই) ।