রোববার   ০৫ জানুয়ারি ২০২৫   পৌষ ২১ ১৪৩১   ০৫ রজব ১৪৪৬

বলাকা ওয়েলফেয়ারের সভাপতি সাইফুল ও সম্পাদক শাহাদৎ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩২ এএম, ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার


 
বলাকা ওয়েলফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক ইনক’র নির্বাচনে সাইফুল ইসলাম সভাপতি ও শাহাদৎ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ২০ ডিসেম্বর শুক্রবার নির্বাচন কমিশন সংগঠনের দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) কমিটির নাম ঘোষণা করেন। সংগঠনটির নির্বাচনী তফলিস মোতাবেক ‘সাইফুল-শাহাদৎ’ এর নেতৃত্বে একটি প্যানেল প্রার্থী দেয়ায় প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী বাপ্পি প্যানেলটিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন। তিন সদস্য বিশিষ্ট কমিশনের অপর দুই সদস্য হলেন- মনির হোসেন ও মোস্তফা জামাল পাশা।


নতুন কমিটির কর্মকর্তারা হলেন: সভাপতি- মোহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি- আলী আশরাফ লিটন, সহ সভাপতি- মোহাম্মদ ফেরদৌস আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক- মোহাম্মদ শাহাদৎ হোসেন, সহ-সাধারণ সম্পাদক- আব্দুল হান্নান, অর্থ সম্পাদক- টাঙ্কু এ রহমান, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ এন আর ভূঁইয়া রওনক, ক্রিয়া ও সংস্কৃতি সম্পাদক- আলমগীর এইচ সরকার, প্রচার সম্পাদক- আবুল এইচ হাবিব, কার‌্যনির্বাহী সদস্য যথাক্রমে মোহাম্মদ হারুন উর রশিদ, ওয়াজেদ আহমেদ, আশিক এলাহী, আব্দুল হক, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ও জুয়েল এ সিদ্দিকি।