সোনালী এক্সচেঞ্জের প্রধান কার্যালয় এস্টোরিয়ায়
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৩৪ এএম, ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে বৈধ পথে টাকা পাঠানোর অন্যতম প্রধান সরকারি চ্যানেল সোনালী সোনালী এক্সচেঞ্জ কোং ইনক্, নিউইয়ক নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। প্রতিষ্ঠানটির নিউইয়র্কস্থ প্রধান কার্যালয়, ম্যানহাটান শাখা ও এস্টোরিয়া বুথ একীভূত হয়ে কোম্পানির কর্পোরেট শাখা হিসেবে এস্টোরিয়ায় যাত্রা শুরু করেছে। গত ২৩ ডিসেম্বর থেকে নতুন ঠিকানা ৩১-১০ ৩৭তম এভিনিউ , ৩য় তলা, স্যুট নং ৩০৩, লং আইল্যান্ড সিটি, এনওয়াই ১১১০১, কার্যক্রম পরিচালনা করছে সোনালী এক্সচেঞ্জ। একই ভবনের ২য় তলায়, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসও রয়েছে। সম্প্রতি কনস্যুলেট জেনারেল অফিসও সেখানে নতুন অফিস কার্যক্রম শুরু করেছে।
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স সেবা দিতে চালু হয় সোনালী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি কোম্পানি সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকর্পোরেটেড (ঝঊঈও)। সম্প্রতি সোনালী এক্সচেঞ্জ আধুনিক অনলাইন ব্যবস্থা চালু করেছে। অ্যাপস ব্যবহারের মাধ্যমে ঘরে বসেই গ্রাহকরা দেশে রেমিট্যান্স পাঠাতে পারছেন। নিউইয়র্কের পাশাপাশি বাংলাদেশি অধ্যুষিত ছয়টি রাজ্যে সেবা দিচ্ছে সোনালী এক্সচেঞ্জ।